আমাদের কথা খুঁজে নিন

   

জাহান মণি এখনো সোমালীয় জলদস্যুদের দখলে



নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি বর্তমানে সোমালিয়া উপকূলে জলদস্যুদের দখলে রয়েছে। জাহাজ এবং এর নাবিকদের উদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিগগিরই জাহাজটি উদ্ধার করা হবে এবং নাবিকেরা জিম্মিদশা থেকে মুক্তি পাবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, গত বছরের ৫ ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহান মণি বর্তমানে সোমালিয়া উপকূলে জলদস্যুদের দখলে রয়েছে।

জাহাজ এবং এর নাবিকদের উদ্ধারে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিগগিরই জাহাজটি উদ্ধার করা হবে এবং নাবিকেরা জিম্মিদশা থেকে মুক্তি পাবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। মন্ত্রী বলেন, সমুদ্রপথে ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের ব্যাপারে মালিকপক্ষ ছিনতাইকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে থাকে।

তবে সরকার ছিনতাই হওয়া জাহাজ উদ্ধারের বিষয়ে সার্বিক সহযোগিতা করছে। জাহাজটি ছিনতাইয়ের পরপরই সরকার ভারতীয় কোস্টগার্ড, দুবাইভিত্তিক ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন, আঞ্চলিক জলদস্যুতা রোধ সংগঠনসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। সমুদ্র পরিবহন অধিদপ্তর দূরবর্তী জাহাজ মনিটরিং সিস্টেমের মাধ্যমে জাহাজটির অবস্থান পর্যবেক্ষণ করেছে। অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, দেশের নৌবন্দরগুলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। উপরন্তু দেশের গুরুত্বপূর্ণ নতুন নতুন স্থানে নদীবন্দর প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, সরকারি নিয়ন্ত্রণেই নৌবন্দরগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। প্রয়োজনে বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় এবং সরকারি উদ্যোগে নদীবন্দরগুলোর যাত্রী ও পণ্যপরিবহনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি বলেন, অভ্যন্তরীণ কোনো নদীবন্দরই অকেজো হয়ে পড়েনি। মসজিদের সংখ্যা: সাংসদ মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের জরিপ অনুসারে দেশে দুই লাখ ৫০ হাজার ৩৯৯টি মসজিদ রয়েছে। এসব মসজিদের ইমামদের মধ্যে ৬৭ হাজার ১৯ জন ইমামকে স্বাবলম্বী করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইমামদের উন্নয়ন সহায়তা দেওয়ার লক্ষ্যে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে সরকার ওই ট্রাস্টে ১৬ কোটি টাকা অনুদান দিয়েছে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ইমামদের শিক্ষকতার কাজে সম্পৃক্ত করে মাসে প্রকল্প মেয়াদে দুই হাজার টাকা হারে সম্মানী দেওয়া হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.