আমাদের কথা খুঁজে নিন

   

জাহান মণির নাবিকরা এখন চট্টগ্রামে

রাজু আহমেদ

সোমালিয়ার জলদস্যুদের আস্তানা থেকে মুক্তি পাওয়া ২৫ নাবিকসহ ২৬ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। নাবিকদের নিয়ে আজ সোমবার বেলা ৩টা ২৮ মিনিটে ওমান এয়ার ওয়েজের একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে জাহান মণির মালিক পক্ষের প্রতিনিধিরা নাবিকদের ফুলেল শুভেচ্ছা জানায়। পররাষ্ট্রমন্ত্রী ড. দিপু মণি, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী বাবু এবং চট্টগ্রাম পুলিশ কমিশনার এ সময় বিমানবন্দরে নাবিকদের স্বাগত জানান। জানা গেছে, ফিরে আসা নাবিকদের চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে সংবর্ধনা দেয়া হবে। প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর জাহাজটি আরব সাগরে জলদস্যুদের কবলে পড়ে। গত ১৪ মার্চ জাহাজসহ নাবিকরা মুক্ত হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.