আমি আপনাদের যেখানকার কথা বলছি সেখানকার আমাদের প্রতিনিধির সাথে কথা বলার চেষ্টা করছিঃ
হ্যালো, মি. হাক্কু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
= জিনা এখানে অনেক মানুষ, আমি গুনতে পারছি না।
আমি আপনাকে গুণার কথা বলছি না, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
= জি, এখানে অনেক মানুষ, মানুষের পদাচারনায় ধুলায় অন্ধকার হয়ে অনেকটা ধুলাশা হয়ে আছে।
সেখানে মানুষের মাঝে আপনি কেমন স্বতফূর্ততা লক্ষ্য করছেন?
= মানুষের মাথায় মাথায় ছেয়ে গেছে। মনে হচেছ এখানে আর তিল ধারণের ঠাঁই না।
আপনি এখন কোথায় আছেন? আপনি এখন কোন দিকটায় দাড়িয়ে কথা বলছেন?
= আমি আসলে এখানে আর দাড়িয়ে থাকতে পারছি, লোকজন আমার উপর ক্ষেপে উঠছে, আমি পালালাম।
দর্শক শ্রোতা এখানে আপনাদের জন্য একটি কুইজ আছে।
কুইজটি হলঃ মি. হাক্কু কোথায় ছিলেন?
লটারীর মাধ্যমে সঠিক তিন জন উত্তরদাতা নির্বাচন করা হবে।
১ম সঠিক উত্তর দাতা পাবেন- মরনোত্তর সম্মাননা।
২য় সঠিক উতর দাতা পাবেন- একটি সনদ (যা সম্পূর্ণ সাদা থাকবে, ইচ্ছা অনুযায়ী লেখে নিতে পারবে)
৩য় সঠিক উত্তর দাতা পাবেনঃ অনুষ্ঠানে আসা যাওয়ার হাফ খরচ।
উত্তর পাঠানোর নিয়মঃ আপনার মোবাইটারে মেসেজ করে আরে ম্যাসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন ০০৭০০৭ নাম্বারে।
উত্তর পাঠানোর শেষ সময়ঃ লেখা পোষ্ট হওয়ার আগ মুহুর্ত্ পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।