আমি কাক নই, আমি মানুষ...
আদর করে বাবা মা তার সন্তানের নাম কত রকমই না রেখে থাকেন। তবে অবাক হওয়ারই কথা স¤প্রতি চীনা এক
দম্পতি তার সন্তানের নাম @ রাখার জন্য চেষ্টা চালাচ্ছেন। কিন্তুু বাধ সেজেছে সে দেশের সরকার। এরকম নাম না রাখার জন্য সরকার হুশিয়ারি দিয়েছে এই বলে যে ইন্টারনেট ব্যবহার উন্মুক্ত করার মানে এই নয় যে প্রযুক্তির ব্যবহৃত শব্দ দিয়ে নিজের নাম রাখতে হবে। এ বছরের শুরুতে শিশুদের নাম আরবী অক্ষরে , বিদেশী ভাষা ও চিহেৃ না রাখার উপর নিষেধাজ্ঞা জারির কথাও উল্লেখ করে সরকার।
@(অ্যাট) এর টি এর উপর জোড় দিলে এর উচ্চারণ হয় অ্যাই ট্যা চীনা বা মান্দারিন ভাষায় এর অর্থ দাড়ায় তাকে ভালোবাসো। তাই সন্তানের বাবা মায়ের দাবি এ রকম নাম রাখলে দোষ কি। এতে তো সন্তানের প্রতি ভালোবাসাই প্রকাশ পায়। চীনা সরকার প্রাচীন(প্রাচীন অক্ষরের প্রায় ছয় কোটি) কিছূ নাম নিয়ে বর্তমানে সমস্যায় রয়েছে। আর এর মুল কারন হলো বর্তমানের কম্পিউটারগুলো সেই নাম পড়তে পারে না।
এজন্য একটি উদাহরনও দেওয়া হয়েছে , যা হলো চীনা এক সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিলো ঝু রঙজি। এই নামটিতে যে অক্ষরটি সবাইকে বিপাকে ফেলতো সেটি হলো রঙ। তাই এখন থেকে চীনে এরকম নাম রাখা বন্ধ হলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।