I Love Honesty সবাই দেশ প্রেমিক কইয়া চিল্লাইয়া গলা ফাঠাইয়া ফ্যালাইতাছেন । অথচ শেখ হাসিনা যে কতটা দেশপ্রেমিক এবং ভারত বিরোধী তার প্রমাণ আপনারা জানেন না। তার প্রমাণটা হাতে কলমে লন।
প্রমাণটা হল : আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তাই ভারত তেলসহ সব কিছু পণ্যের দাম কমাইছে।
কিন্তু হাসিনা সেটা ফলো করে না। কারণ হাসিনা অতো ভারত প্রেমিক নয় যে ভারত যা করবে তা হাসিনা করবে। হাসিনা হল প্রকৃত দেশ প্রেমকি তাই তিনি আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমলেও দেশে তেলের দাম বাড়িয়ে ভারত বিরোধিতার একটা প্রমান দিলেন।
সুতরাং হাসিনার দেশ প্রেম অতুলনীয়। আশা করি কয়েক দিনের মধ্যেই একটা নোবেল পুরস্কারের ঘোষণা আইসা যাবে হাসিনার এই অকাট্য দেশ প্রেমের জন্য।
এই খবর পইড়া হাসিনার দেশের প্রেমের প্রমাণ লন
জ্বালানি তেলের দাম কমছে ভারতে
বার্তা২৪ ডেস্ক
নয়া দিল্লি, ১৩ নভেম্বর: জ্বালানি তেলসহ পেট্রোলিয়ামজাত সব ধরণের পণ্যের দাম কমছে ভারতে। আন্তর্জাতিক বাজারে অপরিধোধিত তেলের মূল্য কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে ভারতের রাষ্ট্রায়ত্ব তেল কোম্পানিগুলো।
ভারতের সরকারি সূত্রে জানানো হয়েছে, জ্বালানি তেলের দর আন্তর্জাতিক বাজারে গত মাসের ব্যারেল প্রতি ১২৩ ডলার থেকে কমে হয়েছে ১১৫ ডলার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।