গোয়ালন্দ থানার ওসি আবুল বাশার জানান ,মঙ্গলবার রাত ১১টার দিকে সাত জন যাত্রী নিয়ে উত্তর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে মাঝ নদীতে ডুবে যায় ট্রলারটি।
এ সময় ফেরি শাহ আলীর লোকজন হাসিবুল নামের এক যাত্রীকে উদ্ধার করেন। পরে গভীর রাতে মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ইব্রাহীম, লুৎফর ও শাহ আলম নামে আরও তিনজনকে।
তবে বুধবার সকাল ৯টা পর্যন্ত ওই ট্রলারের যাত্রী রাজ্জাক, শামীম মিস্ত্রী ও রফিকুলের কোনো খোঁজ মেলেনি বলে ওসি জানান।
নিখোঁজ ও উদ্ধারকৃত সবার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামরা গ্রামে। তারা উত্তর দৌলতদিয়া এলাকায় এক বাড়িতে দাওয়াত খেয়ে ট্রলারে করে দৌলতপুরে ফিরছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।