ঢাকায় একটানা থাকতে থাকতে সবাই নিশ্চয় আমাদের মতই বোরড হয়ে যান। তাই মাঝে মাঝে শহরের কোলাহল ছেড়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসা দরকার। এইতো সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম পদ্মার তীরে। যাদের শৈশব ঢাকার বাইরে কেটেছে এবং যারা নদীতে ঝাপঝাপির সুযোগ পেয়েছেন তারা অবশ্যই মাওয়ায় ঘুরতে যাওয়া উপভোগ করবেন। ফেরীঘাট থেকে বামে কিছুদুর গেলে কোলাহল মুক্ত ও গোসলের উপযুক্ত প্লাটফর্ম পাবেন।
অবশ্যই বাড়তি কাপড় নিতে হবে। যারা সাতার জানেন না তারা সাবধানে নামবেন। কেননা বেশ স্রোত রয়েছে। লাঞ্চে এখানকার হোটেল গুলির ভাজা ইলিশ অনেক উপাদেয়। তবে হোটেলগুলিতে খাবার আগে মোটামুটি দাম জেনে নেবেন।
না হলে খাবার পরে অনেক বেশী দাম চাইতে পারে। এরপর বিকেলে স্পীডবোট ভাড়া করে ঘুরতে পারেন। এবং চরে নামতে পারেন। ছবি তোলার জন্য অনেক আকর্ষণীয় নুতন চরগুলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।