আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মায় জেলেদের জালে ধরা পড়েছে কুমির।



মানিকগঞ্জ নিউজ ডটকম : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে তিন ফুট দৈঘ্যের একটি কুমির। ফরেষ্ট বিভাগ জানিয়েছে কুমিরটি আগামীকাল সোমবার কক্সবাজারের বঙ্গবন্ধু সাফরি পার্কে পাঠানে হবে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, শনিবার রাতে পদ্মা নদীতে হরেন হালদার নামে এক জেলে তার লোকজন নিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরছিল। এসময় হঠাত জালে ঐ কুমিরটি আটকে যায়। এরপর তারা কুমিরটি বাল্লা বাজারে নিয়ে গেলে তা দেখার জন্য শত শত লোক ভিড় জমায়।

সেখানে একটি মাছ ধরার খারিতে কুমিরটি রাখা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে হরিরামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান,আটককৃত প্রাণীটি কুমির কিনা তা যাচাইয়ের জন্য ফরেষ্ট বিভাগকে জানানো হয়েছে। মানিকগঞ্জ ফরেষ্ট বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজুল মতিন জানান, জেলেদের জালে ধরা পড়া প্রাণীটি যে একটি ছোট কুমির তা নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে উর্ধত্বন কর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কুমিরটি কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রেরণের কথা বলেছেন। আগামীকাল সকালে বাল্লা থেকে কুমিরটি এনে পার্কে পাঠিয়ে দেয়া হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.