আমাদের কথা খুঁজে নিন

   

কাজে আছি..

স্বপ্নরা ডানা মেলুক ইচ্ছে মত ..নীল আকাশে.

এই মুহূর্তে আমি কাজে বসে আছি...মন দিয়ে কাজ করার কথা .কিন্তু আমি মনে হয় মন দিয়ে ব্লগিং করছি..হিহিহি...আমার সাথে যিনি কাজ করছেন .বেচারি মোটামুটি আমারও কাজ করে দিচ্ছে...তো আমি শুধু বসে বসে ভাবছি কি করা যায়...এই মহিলাটির সাথে আমি প্রতি রবিবারে কাজ করি...অবশ্য প্রতি রবিবারে আমি ওর জন্য খাবার ও নিয়ে আসি বাসা থেকে..দেখে ও এত খুশি হয় যে আমাকে আর কোনো কাজ ই করতে না হাহাহা...মজা লাগে...বুঝে না যে আমি ওকে খাটাচ্ছি...অনেক nice সে.. গত সপ্তাহে হল কি...ও আর আমি এখ সাথে বসে কাজ করছি...আমি ডান দিকে আর ও বা দিকে বসা...তো যে পাসেন্জার টাই আসছিলো সেই তাকে বিরক্ত করছিলো..কিন্তু আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না...আমি মনের আনন্দে ফেইসবুকিং করছিলাম আর ভাবছিলাম..আহ কি মজা...আমাকে কেউ বিরক্ত করছে না.. আর এটি ভাবার ঠিক দশ মিনিট পরেই আমি একজন অভদ্র পাসেন্জার পেলাম ..সঙ্গে সঙ্গে আমার co-worker er হাসি কে দেখে...ও এত খুশি হলো যে দেখে আমিও হাসতে লাগলাম...এখন তিনি মন দিয়ে boy friend er সাথে কথা বলছেন...আহ এত্তক্ষন ধরে ওর ১৬ বছর বয়সী ছেলের গল্প বললো...কি সুন্দর করে যে কথা বলে!! আমার কাছে কমপ্লেন করছে যে সে তার boy friend কে hug korte pare na..cuz he is getting begger n begger...lolzz একটা লাইন মনে পরছে.. রংধনু ভালো লাগে.. নীল আকাশ ভালো লাগে.. ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ.. তার চেয়েও ভালো লাগে তারার উঠনে জেগে থাকা রাত.. লা লা লা.. কাজ করতে ভালো লাগে... কাজ না করতে মজা লাগে..। তার চেয়েও মজা লাগে কাজের সময় ব্লগিং করতে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।