প্রতিটি সরকারের লক্ষ্য থাকে সমর্থন আদায়। কেউ জন সমর্থন, কেউ সেনা সমর্থন, কেউ বিদেশি শক্তির সমর্থন আবার কেউ বিশেষ গোষ্ঠীর সমর্থন চায়। আর এই সমর্থন আদায় করতে সেই সরকার নানা রকম কাজ করে। সেই কাজ আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্ন প্রকল্পের অধীনে বাস্তবায়ন করে থাকে। বর্তমান বাংলাদেশের জন বহুল জন গোষ্ঠীর সমর্থন আদায়ের জন্য সরকার সেই অনেক প্রকল্প নিচ্ছে, যার অনেক গুলোই বাস্তবায়ন হচ্ছে।
আবার কিছু অদক্ষ কর্মকর্তা, কর্মচারী দের কারনে জনগণ সুফল পাচ্ছে না। বর্তমান সরকারের একটি জন গুরুত্বপূর্ণ প্রকল্প কমিউনিটি হেলথ ক্লিনিক গুলো গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর সেবার ব্যপক ভূমিকা রাখছে। আল্লাহর রহমতে প্রতিদিন আমি কয়েক শত মানুষকে স্বাস্থ্য সেবা দিতে চেষ্টা করছি, আমার মত সারা দেশে সকল ক্লিনিক হিসেব করলে খুব বড় একটি সংখ্যা দেখা যাবে। কমিউনিটি ক্লিনিক গুলোর জন্য আলাদা ভাবে ঔষধ তৈরি হয়, যা বেশ কার্যকরী। তবে অনেক সময় ঔষধ শেষ হয়ে যায়, তখন আমরা খুব বিব্রত অবস্থায় পড়ি।
যেমন ১> বিশেষ করে দরিদ্র মহিলা, বৃদ্ধ অসহায় লোক আসলে তাদের ফিরিয়ে দেয়া খুব বেদনা দায়ক।
২> কিছু কিছু অশিক্ষিত লোকজন টাইম টেবিল বোঝে না, হয়ত অফিস বন্ধ করবো, সব গুছিয়ে, রিপোর্ট লিখে রেখেছি এমন সময় এলো। না দিলে grrrrr
৩> কিছু দুষ্টু ছেলে পেলে মিথ্যে বলে স্যালাইন, আয়রন এই সব চায়।
৪> আর সব চেয়ে দুঃখ জনক যা , তাহল , প্রতিদিন পেপার পত্রিকায় যা আসে তার চেয়ে অনেক বেশি পরিমাণ ইভ টিজিং এদেশে হয় তা আমরা জানি। গ্রামের রাস্তা ঘাটে এবং কখনো আমাদের ক্লিনিক এর কাছা কাছি ও আমরা ইভ টিজিং এর শিকার হই।
আসুন সচেতন নাগরিক, চোখ খুলুন। আপনি আপনার আশে পাশের লোক কে একটু বোঝান। সরকারের ভাল কাজে সহযোগিতা করুন, মানব সেবায় ভূমিকা রাখুন।
নোট : এক বিশেষ জনের সহযোগিতায় ব্লগে পদার্পণ, প্রযুক্তির জ্ঞান আমার খুব সীমিত। সেই বিশেষ জনের প্রতি বিশেষ আবেগ জানাচ্ছি আর আশা করছি ব্লগ উপভোগ করব ।
ধন্যবাদ সবাইকে প্রথম লেখা পড়ার জন্য। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।