আমাদের কথা খুঁজে নিন

   

কাজে ভোট আসে না, আসে কি????

লেখিতে এবং পড়িতে ভালবাসি।

সংবিধান নিজের প্রয়োজনে পরিবর্তন করে, এখন যদি বলি সংবিধানে নেই, তাহলে মানুষ সেটাকে ভালোভাবে নিবে না।আদালতের দোহাই দিয়ে যত কথাই বলি এই আদালতই বলেছে কম পক্ষে আরো দুইটি নির্বাচন তত্ত্ববধায়ক সরকারের অধীনে হতে পারে। তাহলে কেন আরো দুইটি টার্মের জন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা হলো না?? কার স্বার্থে এবং কোন উদ্দেশ্য নিয়ে সরকার এটা করলো, সেটাই এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন। মানুষের মনের প্রশ্নের উত্তর দেবার এখনি সঠিক সময়। মাননীয়া প্রধানমন্ত্রী দলীয় চাটুকারদের কথা না শোনে সাধারণ মানুষের কথা শুনুন। ছদ্মবেশে বাহির হয়ে দেখুন মানুষ কি আলোচন করে, মানউষ কি চায়। কাজ তো এরশাদ সরকারও করেছিলো, তারপরও কেন জাতীয় পার্টি মানুষের মনে স্থান নিতে পারেনি, একটু ভেবেছেন?? কাজে ভোট আসে না, ভোট আসে ব্যবহার, কথা, আচরণ ও সন্ত্রাস নিয়ন্ত্রণের কৌশলের উপর, এইখানে আপনি কি সফল?? রাতে ঘুমানোর আগে একটু ভেবে দেখবেন প্লিজ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।