অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই
গত গ্রীষ্মে অস্ট্রিয়া গিয়েছিলাম। ইউনিভার্সিটি অফ ভিয়েনার সামার স্কুলে। সালজবুর্গের কাছে স্ট্রবল নামের এক জায়গায় ওদের সামার ক্যাম্পাস। খুব সুন্দর দেশ অস্ট্রিয়া। অধিকাংশ অস্ট্রিয়ানের দাবী সুইজারল্যান্ডের চেয়ে তাদের দেশটা বেশি সুন্দর।
আমার মনে হয়েছে তাদের এই দাবী খুব একটা ভুল নয়! এ নিয়ে বিতর্ক হতেই পারে।
সুইজারল্যান্ড দেখতে একটা পরিপাটি গলফ মাঠের মত আর অস্ট্রিয়া আরো বড় এবং আরো বেশি বৈচিত্রপুর্ণ গলফের মাঠ! সুইজারল্যান্ডের সব জায়গায় নজরদারীর ছাপ পাওয়া যায় অস্ট্রিয়ায় একটু বেশি প্রাকৃতিক ছাপ পাওয়া যায়।
আমার চোখে সুইজারল্যান্ডের গ্রাম্য এলাকার সবচেয়ে পরিচিত দৃশ্য (রেল পথের পাশে)
অস্ট্রিয়ার গ্রাম ( সড়ক পথে পাশে)
আরেকদিন সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া নিয়ে বিশদ পোস্ট দিবো। আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার গল্প বলি।
সামার স্কুলের শেষের দিন লান্চের টেবিলে রাশিয়ান বন্ধু মিখাইল জানালো কাছেই Fucking নামের একটা জায়গা আছে।
এমন নামের একটা জায়গা বেড়াতে যাবার লাইফ টাইম চান্স মিস করার মানে হয় না। অস্ট্রিয়ান বন্ধু বিবি'র কাছে প্রস্তাব রাখলো যে ওর ভ্যানে আমাদের Fucking ঘুরিয়ে আনবে কি না! আমার তো কান খাড়া হয়ে গেছে! বলে কি?ইংরেজী ভাষার এই যুগে জায়গার নাম "ফাকিং"! নিশ্চয়ই মিখাইল মজা করছে।
বিবি নিশ্চিত করলো যে আসলেই একটা জায়গা আছে নাম Fucking তবে জার্মান ভাষায় ওটা উচ্চারিত হয় "ফুকিং" বলে। আমি নগদ নেটে সার্চ দিয়ে দেখলাম যে হ্যা, শুধু মাত্র নামের কারনেই জায়গাটিতে প্রতি বছর প্রচুর বিদেশী পর্যটক ওখানে যায় এবং ইউটিউব ও অন্যান্য ওয়েবে নানা রকম জোকস ও রয়েছে।
এমন জায়গা বেড়ানোর চান্স কি 'মিস' করা যায়?
বিবি'র ভ্যানে রওয়ানা দিলাম ৪ টার দিকে সাথে পেলাম ইরানের মরিয়ম,লাটভিয়ার লাইমা,রাশিয়ার মারিয়া ও মিখাইল,ফিলিপাইনের এইস, বাংলাদেশের আমি এবং আমাদের লোকাল বন্ধু বিবি!
সেদিন ছিল একটি মেঘলা দিন
তবুও সুন্দর
পথ নির্দেশিকার নামগুলো আমার খুব ভাল লাগে
রাস্তাও ছিল সেরকম,
অস্ট্রিয়ান আর্কিটেক্চার খারাপ না,এটা একটা সুপার মার্কেট সম্ভবত
পাহাড়ি রাস্তার প্রায় পুরোটাতেই সাথে সাথে চলছিল 'লেক উলফগ্যাং'
হঠাৎ হঠাৎ দৃশ্য ছিল এমন চোখ জুড়ে শুধুই মেঘলা আকাশ,
পরক্ষনেই লোকালয়,
আবার জঙ্গল
সব জায়গাতেই চার্চ
এসব দেখতে দেখতেই পৌছে যাই আমাদের গন্তব্যে।
কিন্তু ওখানে কিছুই নেই, আর দশটা গ্রামের মতই একটা গ্রাম শুধু গ্রামের বিশেষ নেমপ্লেট ছাড়া!
আমরা গাড়ী থেকে নেমে ওখানে কিছু ছবি তুললাম মানে "ফুকিং" গ্রামটির নাম লেখা টিনের ফলকের সামনে। ঐটাই একমাত্র গমনের কারন ও দর্শনীয় স্থান গ্রামটির !
এলাকার ৩/৪ জন কিশোরদের একটা গ্রুপ দেখলাম ও তাদের সাথে কথা বললাম। ওরা নিয়মিত আমাদের মত ট্যুরিস্ট দেখে অভ্যস্ত। বললো, নিয়মিত এই নেমপ্লেট চুরি হয়। মুলত ইংরেজ ট্যুরিস্টরা আর মাতালরা এটা বেশি করে।
তাই এবার বিশেষ স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। প্রফেশনাল স্ক্রু ড্রাইভার নিয়ে এসে তারপরেও চুরি গেছে এই গ্রামের নাম।
আমি প্রশ্ন করলাম যে, গ্রামের নাম বদলায় না কেন?
বললো যে,এটা নিয়ে কথা হয় পৌরসভায় কিন্তু মুরুব্বীরা নাম বদলাবে না কারন 'ফুকিং' পুরোনো নাম এবং ইংরেজী ভাষায় কি বলে না বলে সেটা তারা পাত্তা দেয় না।
বুঝলাম নাম বদলে ট্যুরিস্ট আকর্ষন কমাতে চায় না। তবে ওখানে কোন বসার মত রেস্টুরেন্ট বা ক্যাফে পেলাম না আর সন্ধ্যায় সামার স্কুল এর কিছু বিদায়ী অনুস্ঠান ছিল তাই খুজে বের করে বসার মত সময়ও ছিল না।
তবে রাত-বিরাতে ইংল্যান্ড বা ইংরেজী ভাষায় কথা বলা মাতালদের কাছ থেকে অনেক ফোন আসে যা এলাকাবাসী'র জন্য অনেক বিরক্তিকর ব্যাপার কারন তারা ঘুমায় রাত ৮-৯টার মধ্যেই কিন্তু মাঝে মাঝেই রাত ১-২ টার সময় ফোন আসে। শুধু বলে "হ্যালো,ইউ আর ইন ফাকিং? এরপরই শুরু হয় বিকট অট্টহাসি
তখন বলতে হয় "নো,দিস ইজ ফুকিং"!!!!!!
তবে এটা সত্যিই মজার একটা জায়গা। শুধু একটা নামের আকর্ষনে ওখানে গেলে অস্ট্রিয়া দেশটারও সুন্দর একটা অংশ দেখে ফেলবেন সাথে এমন একটা জায়গায় গেলেন যা শুধু নামের জন্যই আন্তর্জাতিক ভাবে বিখ্যাত!
সেখানে আকাশ মেঘলা হোক আর রোদেলা ঐ জায়গায় গেলে সকল ট্যুরিস্ট এর চেহারাই থাকে এমন হাস্যোজ্বল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।