প্রকৃতির হৃদয় ছুঁয়েছে অন্তর্দৃষ্টি।
সমান্তরাল লাইনে ছুটে চলা
জানালার ক্যানভাসে-
দৃষ্টি ছুঁয়েছে সবুজ প্রান্তর।
বুক ভরা শ্বাসে
সরষের নির্যাস যেন-
বাতাসকে শুদ্ধ করে তোলে।
নিমিশেই ভুলে যাই ,
ইট-কাঁকড়,ধোঁয়া ,জ্যাম
আর রূঢ় শহুরে বিরম্বনা।
পলকের বিশ্রামে ,নতুন দৃশ্যপট !
সেজেছে না না রং-এ বাতায়নে।
রূপোলী নদী,
দুরন্ত -সাহসী শিশুদের ঝপিয়ে পড়া ,
ছিটকে আসা ঝাপটা
ভিজিয়ে দিল শুষ্ক চেতনাকে।
ক্লান্ত হীন ছুটে চলা,
ঝিক ঝিক ঝিক তালে।
ভাটিয়ালীর মূর্ছনা,
ভেসে বেড়ায় খেয়ালী তরংগে।
চৈতালীর উড়াল আঁচলে
ছেয়েছে অম্বর।
খসে পড়া লাল টিপ-
যেন গোধূলী ছড়ায়।
কৃষ্ণ প্রেমে রাধা হারায় -
এই গোধূলী বেলায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।