আমাদের কথা খুঁজে নিন

   

এইরকম সাপোর্ট যদি কানাডা, আয়ারল্যান্ড, কেনিয়া, জিম্বাবুয়ে বা নেদারল্যান্ড পাইতো ... তাহলে বিশ্বকাপটা তাদের হাত থেকে কেউ নিতে পারতোনা ...

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

বাঙ্গালী বড়ই আবেগপ্রবণ জাতি।

তারা যেই কাজে একবার লাগে তা কইরাই ছাড়ে। তবে প্রথমেই একটা শব্দ ব্যবহার করছি "আবেগপ্রবণ"। এই আবেগের কারণেই বাংলাদেশ যখন আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর নেদারল্যান্ডরে হারাইছে তখন তারা প্লেয়ারগোরে মাথায় তুইল্যা নাচছে। আবার এই আবেগের জন্যেই তারা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পরে সাপোর্টাররা রাস্তায় মিস থ্রো কইরা ওয়েস্ট ইন্ডিজের বাসের কাচ ভাঙ্গছে। এইটা তেমন কোন বড় কাজ করেনাই।

কারণ, গেইলের মাথায় যদি বিন্দুমাত্র বুদ্ধি থাইকা থাকে তাহলে তার বোঝা উচিত যেই দেশের খেলোয়াড়রা একটা থ্রো ও ডাইরেক্ট স্টাম্পে লাগাইতে পারেনা সেই দেশের লোকে কেমনে কইরা একটা চলন্ত বাসে ডাইরেক্ট হিট করতে পারে!!! তাছাড়া মুশফিকের মতো কোন বাইট্টাতো আর ওয়েস্ট ইন্ডিজের বাসের কাচের উপ্রে বয়াও আছিল না বলটারে ধইরা কাচের ভিত্রে দিয়া হান্দাইয়া দিবো! আর তাতেও কাচ না ভাঙ্গলে একখান ঘুষা দিয়া কাচ ভাইঙ্গা ছাড়বো!!! হায়রে বেরসিক গেইল! তুই বুঝলিনা বাঙালীর আবেগরে। সেইজন্যেই লগে লগে ঠুইঠারে ঠুইঠ কইরা দিলি। যেম্বায় বলরে ঠুইঠ মাইরা ছক্কা পিটাস! শালার স্বভাবই খারাপ। থাউকগা, বাদ দেই সেই ফালতু ক্যাচাল। কথায় আছে, পুরান গু ঘাটলে গন্ধ ছুটে।

তার চাইতে বরং আইজকার নতুন এবং টাটকা গু ঘাটি। ঐটা দিয়া অহনো গন্ধ ছুটতেছে। তাই ঘাটলেও ফ্রবলেম নাইক্কা। আই মিন আইজকা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকারে দেইখা যে হাগাটা হাগছে সেইটারে নিয়া একটু ঘাটাঘাটি করি ... কারেন্ট আছিল না। কারেন্ট আওনের পরে যা দেখলাম তাতে মনে হইলো কারেন্ট না আইলেই বুঝি ভালা হইতো।

২১ রান করতে গিয়া ৪ জনের হাগা আইছে এবং তারা তারাতারি কইরা নিজেগোরে আউট কইরা হাগতে গেছে! বাংলাদেশের ড্রেসিং রুমে কয়টা টয়লেট আছে কে জানে! শর্ট পড়লে ৪জনে যেমনে তুমুল গতিতে গেছে তাতে কয়েকজনের সমস্যা হওনের কথা!! কথা হেইডা না, কথা হইলো তোরা এইডা কি করলি মামা!!! দক্ষিণ আফ্রিকা কি এমন বস্তু? হারবি হার সমস্যা নাই, তাই বইলা এমন হারা হারবি!? অন্তত দেড়শো দুইশ করতি, তাও নাইলে নিজেগোরে সান্তনা দিবার পারতাম! তাই বইলা দুইশো ছয়!!! দম যাগোর যাগোর ভিত্রে দেখলাম তারা হইলো। নাম্বার ওয়ান সাকিব খান। শুধুমাত্র যে একলাই আইজকার ম্যাচে ডাবল সংখ্যা দিয়া হয় এমন রান করবার পারছে। নাঈম। যে ছক্কা মারতে গিয়া অক্কা পাইলো।

রুবেল। অপরাজিত ৮! বাকিগুলা সব কই? তামিম, নাফিস গোর টিকিটাও দেখলাম না। খেলা শেষ হওনের পরে মনডা একটু ভালা ভালা লাগলো সাকিবের একখান ছোট্ট শব্দ শুইনা। সেটা হইলো. "সরি"। (আমরা জানি যে এই হারের কারণে আমরা যতোটা কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

তাদের বেশি কষ্ট পাওয়া্টাই স্বাভাবিক। সাকিবের চেহারা দেখে তার অনেকটাই বোঝা যাচ্ছিল। সাকিব আগের মতো "ব্যাড ডে" বলে বিদায় জানায়নি। সে সরি বলেছে পুরো দেশবাসীর কাছে। একজন আদর্শ ক্যাপ্টেনের কাছে এরকম বিশাল হারের পরে আমরা এই ছোট্ট শব্দটাই আশা করতে পারি।

সাকিব, তোমরা এগিয়ে যাও; বাংলাদেশ ক্রিকেট টিম এগিয়ে যাক। আমরা সবসময় আছি তোমাদের পাশে। ) আমি মনে করি ক্রিকেটে বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দলকে সমর্থন করে এরকম সমর্থন অন্য কোন দেশের মানুষ তাদেরকে করেনা। আজকে যেই ঘটনা ঘটছে তাতে ঢিল না, গুল্লি হবার কথা। তবে আশা করছি কিছুই হবেনা।

সবকিছু ভালভাবেই শেষ হোক। বাংলাদেশ ক্রিকেট টিম এই হারগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আরো ভাল খেলুক সেই আশাই করছি। পোস্টটিকে পড়ে যদি কেউ এর আগামাথা কিছুই না বুঝেন তাহলে মাইনাসে একটা চাপ দিয়ে অন্য পোস্টে চলে যান। এটাই সবচেয়ে বেটার আইডিয়া হবে। কারণ, আমি নিজে এই পোস্টটাকে লিখেছি কিন্তু এর আগা মাথা কিছুই আমার নিজের মাথায়ও ঢুকেনি।

শিরোনাম আর পোস্টের মধ্যে কোন প্রকার মিল খুজে না পেলে আপনারা নিজেরাও ব্যাপারটা বুঝতে পারবেন ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.