অনেকদিন আগে ব্লগটা খুলেছিলাম...অনেক কথা লেখার ছিল...কিন্তু লেখা হয়নি। এখন ভাবছি লিখব...আগেই লেখা উচিত ছিল!
তবু বাসি ভালো...
Javed Ali’r ‘Kaise kahe alvida’ গান শুনছিলাম আজ রাতে অফিস শেষে ঘরে ফেরার সময়...অসাধারণ গান...মন খারাপ হওয়ার মতো...কেমন এক অদ্ভূত কষ্ট হচ্ছিল। মনে পড়ে যাচ্ছিল সেইসব মানুষদের কথা যাদের সাথে এক কালে ভালোবাসার সম্পর্ক ছিল...কিন্তু আজ আর নেই।
কেউ গেছে হারিয়ে সময়ের আবর্তনে...ধারণা নেই কোথায় আছে বা কেমন আছে, কেউবা আছে অনেক দূরে অন্য কোনো দেশে...আমার মতোই নিজের জীবনে ব্যস্ত...কথা হয় হঠাৎ একদিন। আবার কেউ আছে আমারই আশেপাশে...সংসারি মানুষ, সংসার নিয়ে ব্যস্ত...সম্পর্ক বদলে আমরা এখন বন্ধু।
এই এক ছোট্ট জীবনে আমাদের কতো চাওয়া-পাওয়া...সীমাহীন চাওয়া, পাওয়ার আনন্দ, না পাওয়ার কষ্ট, পেয়ে হারানোর বেদনা। যাপিত জীবনে কোন সিদ্ধান্ত ঠিক, কোনটা নয় সেটা বেশীর ভাগ ক্ষেত্রেই সময়ে বোঝা যায় না। সময় পেরিয়ে যখন বুঝি, তখন সব অর্থহীণ।
তারপরও জীবন কিন্তু থেমে নেই। এগিয়ে যাই ছেলেবেলায় শেখা সেই মন্ত্র মনে করে...’যা হয় ভালোর জন্য হয়’।
আশায় ভরসা করি...ভাবি, সামনে হয়তো ভালো কিছু আছে! আর যা আমার হয়নি, তা হয়তো কখনো আমার ছিলই না...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।