সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
গোলাপী হাওয়াই মিঠাই, মুচমুচে ভাজা পাপড়ের মতো বিখ্যাত, ক্ষণজন্মা সন্ধ্যা; দেখা দিয়েই হাওয়া হয়ে যায়। অথচ সন্ধ্যা নামে বলেই পৃথিবীতে শত শত ডালপুরি ভাজা হয়। মানুষ ঘরে ফেরে। ঘর থেকে বেরিয়ে পড়ে মানুষ।
সন্ধ্যা হলে পাগলেরা ঘরে থাকতে পারে না। উতলা, উন্মনা, পাগলপারা মানুষের জন্য ক্ষণজীবী হয়েও পৃথিবীতে সন্ধ্যা নামে। চটপটি-ফুচকা খাওয়া গৃহী মানুষ ঘরে ফেরে পরস্পরের হাতে হাত রেখে। পাগলেরা ফেরার কথা ভাবে না। তারাদের দলে তারা হয়ে পাগলেরা আকাশ মাতাতে চলে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।