আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যা

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|

দিনের গর্ভে রাত, নিদারুন প্রসব বেদনা কালী মন্দিরে ঘন্টাধ্বণি- পূজা- আর্চণা দূর মসজিদে মুয়াজ্জিন সুমধুর আযান আকাশ, প্রসূত শিশুকে রঙ্গে রঙ্গে সাজান বন জুড়ে চলছে পাখিদের শেষ বেলা গান এ সময়ে বন্ধু তোমাকে করি আহ্বান দেখে যাও দিন গেলে রাতের আঁধারে কোট খোলে সভ্যরা সভ্যতা কোন হাতে ধরে দেখে যাও গলি জুড়ে ফুল আর বালিকার পাল এক হাত সূরা আর এক হাতে পিপিলিকা চাল চাল চলে মুখ আর বুক জুড়ে দেহের গহীনে সভ্যতা চলে না মদ আর রমনী বিহনে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।