সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
দিন ও রাত্রির ফাঁকে ফুটে থাকা অবাক এই ফুল : সন্ধ্যামালতী। অথবা সন্ধ্যা নিজে নিজেই এক মহাজাগতিক কুসুম। বকুল যেভাবে একা একাই একটা মেয়ে।
সন্ধ্যা নামের ফুলের পক্ষ থেকে ফোটে পৃথিবীর তাবৎ সান্ধকুসুম।
যতসব নামী-দামী, মহৎ-মহান, বেনামী-বেজন্মা, অথর্ব-অনাথ ফুল সন্ধ্যার কথা মনে করে করে ফোটে। সন্ধ্যার উদ্দেশে তাদের চকিত প্রস্ফূটন।
সকল ফুলের মাঝে সন্ধ্যা : অলীক অদৃশ্য এক ফুল।
বিদ্যুৎবেশী নর্তকীর মতো মিহি মসলিনের আড়ালে সন্ধ্যা ফুটেই মিলিয়ে যায়। দৃষ্টিপরাহত, চিরঅনাঘ্রাত এই ফুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।