আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যা ২

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সন্ধ্যা : খণ্ড সময়। নিমরাত্রি। অতিদিন। তোমাকেই সন্ধ্যা বলি।

বলি সন্ধ্যা মুখোপাধ্যায়। যেন তোমার আসার সময়টুকুই তোমার নাম। যেন ওই সময়টুকুই তুমি। সারাদিনের ইলেট্রনিক জলাঞ্জলির পর সাইবার জঙ্গলের ভেতর ওৎ পেতে বসে থাকি। অথবা সময় স্বয়ং সন্ধ্যার ক্যামফ্লেজে বসে থাকে তোমার অপেক্ষায়।

বসে থাকি আমি ও সান্ধ্যসময় পরস্পর। অথবা তুমি আসো সন্ধ্যা সমভিব্যহারে। তোমার ভেতর ক্রমে ঘন হয়ে আসে সন্ধ্যা। তোমার ভেতর থেকে লাফ দিয়ে পৃথিবীতে নামে। সন্ধ্যা আসে, সন্ধ্যা নামে, সন্ধ্যা ঘনায়।

মানুষের পৃথিবীতে আরেকটা মানুষের মতো। নারীদের মধ্যে আরেক নারী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।