আমাদের কথা খুঁজে নিন

   

সন্ধ্যা

"আমার কাছে ভালোবাসা অমাবস্যার ঘোর অন্ধকারে শ্মশানে এক চিলতে আলোর চেয়েও বেশি নিরাপদ। "

তিন কিশোরী একটি মাঠে সন্ধ্যা তখন, চড়ুই পাখির ডাক শোনা যায় যখন-তখন। দূরের আকাশ শুভ্র মেঘের নীলচে শাড়ি, রঙীন আঁচল। কাছের নদী ভাটার টানে উদাস ভীষণ। মন ভালো হয় এমন বাতাস, যাচ্ছে ছুঁয়ে এপাশ-ওপাশ।

পাশেই মাঠে বাদাম চারা, ধান-পেঁয়াজের দোলনা ক্ষেতে সবুজ মায়া। কাজ ফুরালে ক্লান্ত কৃষক ফিরছে বাড়ি মেঠো পথে। ফিরছে পাখি উড়ছে ব্যাকুল, যাচ্ছে চলে গৃহের টানে। নিচ্ছেনা কেউ এসব হিসাব, দেখছেনা কেউ ঘটছে কিসব। তিন কিশোরী মগ্ন তখন তাদের মাঝে, গল্পে বিভোর।

এমনি করেই রাত নেমে যায় দিনের তরে, তিন কিশোরীর দীপ্ত হাসি মিলায় তখন অন্ধকারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।