করন জোহর পরিচালিত এবং করন মালহোত্রা প্রযোজিত ‘শুদ্ধি’ সিনেমায় বলিউডি অভিনেতা হৃত্বিক রোশানের বিপরীতে অভিনয় করবেন কারিনা কাপুর খান। ১২ বছর পর একসঙ্গে সিনেপর্দায় কাজ করতে যাচ্ছেন ওই দুই অভিনয় শিল্পী। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
করন জোহর এ বিষয়ে বলেন, “আমি সত্যিই খুবই আনন্দিত যে, হৃত্বিক এবং কারিনা ১২ বছর পর একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ”
সুভাষ ঘাই পরিচালিত ২০০১ সালের সিনেমা ‘ইয়াদে’তে শেষবারের মতো কাজ করেছিলেন ওই জুটি।
ওই একই বছর করন জোহরের হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা। পরপর দুটি সিনেমায় কারিনা-হৃত্বিকের একত্রে কাজ করা নিয়ে টিনসেলে গুজব ছড়ালে পরবর্তীতে তারা আর একসঙ্গে কাজ করেননি।
করন বলেন, “করন মালহোত্রা ‘শুদ্ধি’ সিনেমাটির চিত্রনাট্য নিয়ে আমার কাছে এসেছিলেন। আর তিনি হৃত্বিক কারিনাকে নিয়ে সিনেমাটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেন। এরপর আমি তাদের সঙ্গে কথা বলি এবং তারা খুশি হয়েই এতে কাজ করতে সম্মত হন।
”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।