আমাদের কথা খুঁজে নিন

   

কংগ্রেস সরকারের চাইর বচ্ছর...

To love what you do or to do what you love is the question to be answered! ভয় পাইয়েন না ভাইলোগ, এইটা আমার কথা না, আমার এক বন্ধু এইটা কইল, গেছে কাইল ভারত প্রজা থুক্কু ভারত প্রজাতন্ত্রের মহামান্য রাস্ত্রপতি শ্রী প্রণব মুখুজ্জ্যের সমাবর্তন ভাষণ শুইনা। আর আমিও কই এইটাই ঠিক কইছে। একটা কথা কইতে পারি, এইবার পুরা সমাবর্তন অনুষ্ঠানই বাংলায় হইল, এইটা নিয়া আমার নিজের ও গর্বের সীমা-পরিসীমা নাই। কিন্তু, আসল কথা হইল, এই যে সমাবর্তন এইটা তো মাইনশে শিক্ষাজীবন শ্যাষে পায়, আর হেইখানে আইয়া কেউ একজন বিদ্যাপীঠরে রাজনীতির মাঠ বানাইয়া ডাংগুলি খেললে হেইটা ইটটু কেমন জানি হইয়া গেলনা! আমার তো মনে হইল, উনি রাজনীতির মইদ্দে ডুইবা গিয়া ভুইলাই গ্যাছেন আরও যে কত কি থাকবার পারে, বাইরের দুইন্যাত... আমাগের কি দোষ, কেউ কি কইবার পারেন, আমরা কি চাইসিলাম উনার কংগ্রেস সরকারের চাইর বচ্ছরের কীর্তি-কলাপ হুনতে, না উনারে কইসিলাম আমাগের মাঠরে রাজনীতির মাঠ বানাইয়া ডাংগুলি খেলতে...?? আর আমার নিজের যেইটা মনে হইল... এইরহমের কোনও কিছুতে এর আগে উনি কোনোদিন আহেই নাই, তাইলে কেম্নে জানবো এইহানে কি কইতে অয়...!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.