আমাদের কথা খুঁজে নিন

   

হাওয়া এখন উল্টো দিকে: নাসিম

বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “সিটি কর্পোরেশনগুলোর নির্বাচনের পরে বিএনপির মুখে হাসি ফুটেছিল। কিন্তু হাওয়া এখন উল্টো দিকে। ”
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ গ্রামে-গঞ্জে যাচ্ছে জানিয়ে নাসিম বলেন, “কেউ আসুক বা না আসুক নির্বাচন হবেই। কোন আবদার চলবে না। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।


“প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে। প্রধানমন্ত্রী শুধু দৈনন্দিন কাজ করবেন। সব দল অংশ নেবে আর তাতে জনগণ ভোট দেবে। কেউ আবদার করবে- নির্বাচনে যাবো না, আর নির্বাচন হবে না- এই ট্রাডিশন থেকে বের হয়ে আসতে হবে। যারা নির্বাচনে কোনো আসন পাবে না তারাই এই আবদার শুরু করেছে”, বলেন নাসিম।


আগামী জানুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আশা প্রকাশ করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যের সূত্র ধরে নাসিম বলেন, বিশ্বের সব উন্নত দেশে নির্বাচনের আগে জরিপ হয়। জয়ও জরিপের ভিত্তিতে কথা বলেছেন।
“এখন এ কথায় বাংলাদেশে ঝড় ওঠার কারণ, হাওয়া উল্টো দিকে,” বলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম।
সম্প্রতি যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে জয় বলেন, নির্বাচনে আওয়ামী লীগ জিতবে বলে তার কাছে তথ্য আছে।


জয়ের রাজনীতিতে আসা প্রসঙ্গে নাসিম বলেন, “জয় যদি রাজনীতিতে আসে তবে সবার স্বাগত জানানো উচিত। তিনি গত পাঁচ বছর ক্ষমতার সুযোগের ব্যবহার করেননি। এসেছেন নির্বাচনের সময়। তার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেই। ”
সাংবাদিক পেটানোর মামলায় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা ভুল স্বীকার করতে পারি।

একজন সংসদ সদস্য সাংবাদিক নির‌্যাতন করে গ্রেপ্তার হয়েছে, কারাগারে আছেন। তাকে খাতির করা হয়নি। আমাদের ভুল সংশোধনের সুযোগ দিতে হবে। ”
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ‘প্রধানমন্ত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপি নেতা ফকরুল ইসলাম আলমগীরের মিথ্যা বক্তব্যের প্রতিবাদ’ শিরোনামে বঙ্গবন্ধু অ্যাকাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন নাসিম। এতে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.