গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসকে স্কটল্যান্ড থেকে প্রকাশিত দ্য জার্নাল অব সোস্যাল বিজনেস-এর এডিটরিয়াল এডভাইজরি বোর্ড'র প্রধান করায় বাংলাদেশসহ বহির্বিশ্বে আবারো সম্মানিত হলেন তিনি। আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জার্নালটির বাংলাদেশে প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ড. ইউনূসের সোস্যাল বিজনেস তত্ত্ব বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এতে ব্যবসায়ীরা মুনাফাকে প্রাধান্য না দিয়ে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের কথা চিন্তা করে ব্যবসা পরিচালনার উপর জোর দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আব্দুল হাই সিকদার, জার্নালের ম্যানেজিং এডিটর ড. জসিম আহমেদ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।