Good
অতলান্ত মনের গভীরতা
মনসুর আজিজ
মনেরও গহীনতা আছে ভাবিনি কখনো
শুধু ভেবেছি অতলান্ত গভীরতা
মনের গহীনে মন হারিয়ে যায় বারবার
কখনো কেউ রাখে না খোঁজ
সবুজের সাথে হয় না মাখামাখি,
মন হয় নীল প্রজাপতি
একবার এসো প্রিয়তমা
আমরা নীল প্রজাপতি ধরার প্রতিযোগিতা করি
গোধূলির সূর্যকে আসতে দেখেছি পাতার ফাঁকে ফাঁকে
আমার মন ছুটে যায় গোধূলি রঙে সাঁতার কাটতে
কোন মনে আনমনে ডালিয়া তুলে নিয়েছো নিজের খোপায়?
তোমার মনেও বুঝি ধরেছে রঙ
তাহলে চলো ঝর্ণার কাছে যাই
...বুনোলতায় পা জড়িয়ে পড়ে গেলে
এই ধরো অনভ্যস্ত হাত
তোমার হাতের কোমল স্পর্শে আমাকে অভ্যস্ত করে তোলো
আমার চারপাশে কোন মনে গাইছে বুনো পাখিরা
হায় মন এখনো জানা হলো না তোমার অতলান্ত গভীরতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।