বিশ্বজিৎ দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আজ বুধবার এক সাক্ষীকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ পেট্রলপাম্পের কর্মচারী বাবর ওরফে বাবু আদালতে সাক্ষ্য দেন। কিন্তু সাক্ষী বাবরের সাক্ষ্য আসামিপক্ষের অনুকূলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম বাবরকে বৈরী ঘোষণা করেন।
আসামি রাশেদুজ্জামানের আইনজীবী আফানুর রহমান সাক্ষীকে জেরা করেন। আদালত আগামী ৫ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, বাবর ঘটনাস্থল বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া) সামনের একটি পেট্রল পাম্পের কর্মচারী। সাক্ষী বাবর আজ আদালতে যে সাক্ষ্য দেন, তার সঙ্গে পুলিশের কাছে ১৬১-ধারায় দেওয়া জবানবন্দির কোনো মিল নেই।
গত বছরের ৯ ডিসেম্বর প্রধান বিরোধী দল বিএনপির অবরোধ ছিল। আজ সাক্ষী বাবর আদালতকে বলেন, ঘটনার দিন হরতালের কারণে পাম্প বন্ধ ছিল। ওই দিন তিনি পাম্পে আসেননি।
পরের দিন টিভি দেখে ঘটনা সম্পর্কে জানেন যে ভিক্টোরিয়া পার্কের সামনে কয়েকজন লোক এক ব্যক্তিকে মারধর করেছেন। আবার তিনি সাক্ষ্যতে বলেন, ঘটনার দিন বিকেলে পুলিশ পাম্পের অফিসে জুতা রেখে যায়। পরের দিন পুলিশ এসে পাম্পের দোকান থেকে জুতা জব্দ করে। ওই পুলিশ কয়েকটি সাদা কাগজে তাঁর স্বাক্ষর নেয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।