নামটা মনে রাখবেন আমি বিশ্ব জয় করতে পারিনি তাই 'বিশ্বজিৎ দাস' হয়েছি আমি শিবির- দল- লীগ করিনি তবু ওদের কোপানলে পড়েছি। আমি 'পুরান ঢাকার নিরীহ পথচারী' খবরে তা-ই এসেছে। কাপড় বানাতাম, দর্জি আমি আমারই কাপড় শেষে রক্তে ভিজেছে। মরে বেঁচেছি আমি, বাচেনি আমার মা। কাটতি বাড়াতে মিডিয়া ছেপেছে আমার লাশ ও তাঁর কান্না। বাঁচায়নি আমায় কেউ। আমাকে নিয়ে কবিতা লিখে আর কি হবে? আমি তো আর ফিরবো না। আমার মতো 'বিশ্বজিত'-দের মৃত্যু তবু তো থামবে না। ১৮-১২-১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।