স্বাধীনতা মানে কি ? স্বাধীনতা মানে কি ইচ্ছেমত সব কিছু করতে পারা নয় ? ইচ্ছে যদি হয় পরাধীন তবে স্বাধীনতা কিসের ? তাইতো রাজপথে দানবের বিচরন বাতাসে উত্তপ্ত সীসার যথেচ্ছ শীষ কাটা । মুক্তিতো এক সৌখিন কবিতার শব্দ , কবি আর বুদ্ধিজীবির কলমের গহ্বরে নিরাপদ বসবাস তার , নবধূর সযত্নে তুলে রাখা ভাজ করা শাড়ির মত , বিজয় স্বাধীনতা আর ভাষার মাসে দেখা মেলে এর পোস্টার ফেস্টুন আর পত্রিকার পাতায় ; এসব অভিজাত শব্দ সযত্নে তুলে রাখা চাই বতাসে জমিনে কোটি মানুষের সহবাসে নোংরা যদি হয়ে যায় ! ওই পোস্টারে দারুন মানায় ওই শব্দ , একে ছাড়া কি বিপ্লবের স্লোগান রচনা করা যায় পথনাটক কবিতার আসর জমে ? মুক্তি শব্দ বিহীন স্বাধীনতার কবিতা হয়ে যায় অর্থহীন অস্থিচর্মসার শিশ্মবিহীন নপুংসক । এতো ইমিটেশন নয় খাঁটি গিনি সোনার অলংকার ব্যাংকের ভল্টে তুলে রাখা । স্বাধীনতার চেতনা বনেদি হীরক যেখানে সেখানে বড় বেমানান , চাঁদের দূরত্বে থেকে দ্যূতির বিকিরণ । জনারণ্যের অতি সাধারন নিরীহ কারো মনে প্রশ্ন জাগে যদি কোন স্বাধীনতার চেতনার আলো মুক্তির প্রভা এদেশের জমিন আর রাজপথে ? কোন বিভৎস জিঘাংসা পাশবিক হিংস্র হয়ে কেড়ে নিল তিল তিল বেড়ে উঠা সবুজ স্বপ্নময় যুবা বিশ্বজিতের প্রাণ ? ওর শরীরে রক্তে শিরায় মস্তিষ্কে জন্মেছিল স্বপ্ন , জীবনের হিমালয় বেয়ে চলা নির্ভিক প্রাণবন্ত ছেলেটি- মা অপেক্ষার প্রহর গুনছিল , বুকের ধনকে দেখেন না কতদিন কতদিন বাড়ি আসেনা সোনামানিক তার ; ছেলেটির মনে বাসা বেঁধেছে সুখময় স্বপ্ন , এক চপলা কিশোরীর জ্যোতির্ময় মুখ ভেসে বেড়ায় তার হৃদয়ের আকাশে ; মায়ের বুক ভেংগে দেয় স্বপ্নদেখা চোখে আলো নিভে যায় প্রিয়তম প্রাণ নির্মম সংহারে হারায় ; কি জবাব দেবে তবে স্বাধীনতার চেতনার মোনাফেকি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।