এক শব্দহীন শব্দের শাব্দিক অনুভূতি ১/বিশ্বজিৎ এতদিন কবিতায় পেয়েছি এক মুঠো মাটি এক চিলতে আকাশ , এক বুক বিশ্বাস এক ঘুম স্বপ্ন, সবুজ বসন্ত উদ্দিপ্ত যৌবন, তপ্ত প্রহর খাঁ খাঁ আগুন চেতন, নরম ভোরের সূর্য-সোহম... সেই সাথে পেয়েছি তোমাকেও... কিন্তু এখন ! এখন কবিতায় এ কেমন নতুন সংযোজন ! বিশ্বজিতের রক্তাক্ত লাল সার্ট... ছোপ ছোপ লালে রঞ্জিত কবিতার প্রতিটি চরণ... তুমি নির্বাক, আমি অসহায়... কবিতা এখন বিশ্বজিতের আওতায়... ২/কবি নামের এক কলঙ্কিত অধ্যায় কবি বলে, কবিতা দিয়ে নগর পুড়াবো বৃষ্টি ঝরাবো...বর্ষা হয়ে নগরজীবন ভাসিয়ে দিব আগুন হয়ে কথা বলবো...বন্য হয়ে ছুটে বেড়াবো তবুও কবিতার কাছে মাথা নত করবো না ! যে কবিতা আমায় দিয়েছে স্বস্তি নিঃশ্বাস বিশ্বাস যে কবিতা দিয়ে পাজরে গেঁথেছি ভালবাসা যে কবিতা দিয়ে মগজে এঁটেছি চেতনার বিষ আমি কী পারি বিক্রী হতে সস্তার বাজারে !! আমি বাঁচি মরি জেগে উঠি জীবনের প্রয়োজনে... তবুও মানুষ নামের দূর্বল শক্তিতে মেনে নিতে পারিনি বিশ্বজিতের ‘আল্লাহর কসম’ আহ্বান... সে কি আমি নাকি আমার কবিতা !! নাকি কবি নামের এক কলঙ্কিত অধ্যায় !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।