ভালবাসায় রক্ত দেখি, রক্ত নেশায় ভ্রমর দেখি সবাই এর ভিতরে দেখেছেন এবং জানেন ঘটনাটা।কি করে কি হয়ে গেল!একটা মানুষকে অন্য কিছু মানুষ কোপাইতেছে!আরও আজব লাগল এইটা দেখে যে আরও কিছু মানুষ তখন আশপাশে দাড়িয়ে শুধু দেখল।কি আজব রে ভাই!আমরা এতো নিচে কখন নামলাম জানিনা।নিজেদের বিবেক এতো লোপ পাইছে আমাদের?এটা তো হওয়ার কথা ছিলনা।তারপর ও কেনও হইল?কোনো জবাব কি আছে ?আমাদের জীবনের কি কোনোই দাম নেই?কি জবাব দিবো আমরা বিশ্বজিৎ কে? কি জবাব দিবো তার মাকে বাবাকে?লজ্জায় মাথা নিচু করে নিজেকে ধিক্কার জানানো ছাড়া আর কিছুই করার নাই।আমরা রাজনীতি করবো ঠিক আছে কিন্তু তাই বলে অন্য মতের কাউকে এইভাবে কোপাইয়া মারতে হবে কেন?রাজনীতির কোনো সংজ্ঞায়নের মদ্ধে কি এইটা পড়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।