আমি বেশ চুপচাপ!!
এক ছেলে হাফেজী পড়তে গিয়ে এক ইমামের বাড়িতে লজিং থাকতো। তো টিন শেড ঘরের হুজুরের পাশের রুমেই থাকতো। ইমামের ঘরে তখনো বাচ্চা কাচ্চা হয়নি। হুজুরের বউটাও মাশাল্লা সুন্দরী।
ইমাম প্রতি রাতেই বউয়ের সাথে .......... করে গোসল করে ফজরের নামায পড়তে যেতো।
এটা সেই চেংড়া হাফেজটা খেয়াল করেছে। না করে বা উপায় কি, পাশের ঘরে প্রতিদিনই যে হয়। তার তো ইমামের বউয়ের উপরে লোভ লেগে গেল।
একদিন ইমামের আযানের শব্দ ঘুম ভাঙলে দৌড়াইয়া মসজিদে চলে গেল। ( সেদিন কিন্তু ঐ কাজটা করতে পারেনি)।
তো ইমাম বসে আছেতো আছেই........কেউ আর নামায পড়তে আসেনা। হঠাৎ সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত ৩টা বাজে। কিন্তু তার স্পষ্ট মনে আছে সে তার মসজিদের আযান শুনেছে।
সে তখন দৌড়ে বাড়ি গেল। তারপর বউকে সেই কাজের জন্য বলল।
কিন্তু তার বউ বলল- এই মাত্র না তুমি ঐ কাজ শেষ করলা, আবার?
ইমামের জিহ্বায় কামড়,
সে পাশের ঘরে গিয়ে দেখে, হাফেজ নাই, তার জিনিস পত্রও নাই।
তো ইমাম বুঝতে পারলো আযান কে দিয়েছে।
অনেকদিন পর সেই ইমামের সাথে হাফেজের দেখা। ইমাম সাহেব তাকে বলল- কি বাবা , বিয়া থা করছো, নাকি আযানের উপরই চলছো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।