আমাদের কথা খুঁজে নিন

   

বাপে দিছে ঢলা তাই এখন খাই কলা ! (ঈদের আগে ঈদ সংখ্যা)

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি

তোমার কথা না ভেবেই চলে যায় যে বেলা কারন বাপে দিছে ঢলা এখন আমি খাই পুষ্টিকর কলা বাপ এখন আমার খুশি মেলা :-D *রাজনিতীতে এখন সবাই করছে গুটি যে যার মতো করে ভাগ করে নিচ্ছে হালুয়া রুটি কেউ স্বীকার করবেনা কিছুই যতই খাওয়াও ফ্রুটি ! **গল্প : এক দেশে ছিলো এক রাজা আর ছিলো রানী তাদের কাজ ছিলো দেয়া খালি বানী ।এর পর এক রাজপুত্র ! গল্পের শেষটা এখনো বুঝেন নাই? তার পর তারা তিনজন সুখে শান্তিতে নিজেদের দেশের মানুষকে শোষন করে সুখে শান্তিতে বাস করতে লাগলো *সংগীত : ইভা ধরছে নাকি নতুন গীত মাহাফুজও করবে পুরো এলব্যাম বের করবে এ নিয়ে আছে মিথ ! *খেলা : একজন পাতায় খেলা আরেক জন হাতায় টাকা মেলা আর ধরা খায় সব চ্যালা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।