বাপে খায় বিড়ি পোলার নাম হ্যারি (প্রথম পর্ব)
তা ভাই আপনার নামটা জানা হইলো না।
- আমার নাম জমির
ঢাকায় গেলে কাম দিবার পারবেন। আমার চেনাশুনা কেউ নাই যে কাম দিবো।
- কইলাম না ভাইয়ের সাথে যখন একবার পরিচয় হইছে কাম আমি দিমু এবং আজকেই আমরা কাম শুরু করুম। তা আপনার নামটা কি?
হেলাল।
ঢাকায় আইতে আইতে সন্ধ্যা ৭ টা বাইজ্জা গেলো। এতো লোক ঢাকায় গিজগিজ করে এইর জন্য হেলালের ঢাকায় আসতে মন চায়না। বাড়ির কথা বার বার মনে পরতাছে ইচ্ছা করতাছে আবার পরের বাসে বাড়িতে যাইতে। কিন্তু কইলেই তো আর হইবোনা। পকেটে এখন বিষ খাওয়ার পয়সা নাই।
জমির এখন শেষ ভরসা।
- লও ভাই আগে কিছু খাইয়া লই সারাদিন তো কিছু খাই নাই।
খাবারের কথা শুইন্না হেলালের পেট ক্ষুধায় নাড়া দিয়া উঠলো। আসলে সত্যিতো সারাদিন কিছু পেটে পরে নাই। আর টাকা বা কই যে খাইবো।
রাস্তার পাশের এক ঝুপড়ি দেওয়া হোটেল এ ধুকাইলো জমির। অর্ডার দিলো ভাত লগে ডিম আর আলু ভর্তা। হেলাল গ্রোগ্রাসে খাওয়া শেষ করলো। খাবার শেষে জমিরের কাছ থেকে একটা বিড়ি নিয়া টানা শুরু করলো।
- হেলাল ভাই কাম কিন্তু আজকে থেকে শুরু করতে হইবো।
আমাগো বেশীরভাগ কাম রাত্রে। লও আবার বাসে উঠতে হইবো।
হেলাল মনে মনে ভয় পাইতাছে কি কাম যে রাত্রে করা লাগবো। ভয়ে আর চিন্তায় অস্থির হইয়া গেলো।
- হেলাল ভাই নামো এবার বাস থেইক্কা নামো, আইসা পড়ছি আমাগো কামের জায়গাতে।
এইডারে কয় কাওরান বাজার।
হেলাল চারিদিকের পরিবেশ দেখে অবাক এতো বড় বড় বিল্ডিং। এতো লোক এই জায়গায় কি কাম করবো।
-ওস্তাদ ভালো আছেন।
-কিরে জমির দেশে গেলে দেখি আসবার নাম করস না।
কখন আসলি। লগে এটা কে?
-ওস্তাদ আমার গ্রামের পোলা একটা কামের জন্য আইছে ওই ওস্তাদরে সালাম দে। একটা কাম দিয়া দেননা। খুব অভাবে আছে।
-কাম ঠিকঠাক করতে পারলে আজকে থেকে লাগাইয়া দে।
রাত্রে আম আসতেছে ১০ ট্রাক।
-আচ্ছা ওস্তাদ। হেলাল ভাই লও কইলাম না কাম নিয়া কোন টেনশন কইরো না ভাই থাকতে ভাইয়ের কোন কামের অভাব হইবোনা। লও আপাতত কোনখানে গিয়া বসি, আজকে মেলা রাইত পর্যন্ত কাম করবার হইবো। আর একটা কথা কই শোনো ভাই থাকা লইয়া চিন্তা কইরো না আমার লগে ঘুমাবা তবে প্রতি মাসে মাহাজনরে কিছু টাকা দেওয়া লাগবো।
মাহাজানরে কিসের টাকা দিমু ভাই?
-আরে ভাই তুমি মাহাজনের গুদামে ঘুমাবা মাহাজানরে টাকা দিবানা এইটা কিছু হইলো। ঢাকা খুব খারাপ জায়গা হেলাল ভাই এহানে বাঁচতে হইলেও টাকা লাগে আবার মরলেও টাকা লাগে। টাকা হইলো সব এখানে। বুজছো।
সবকিছু তো বুঝে হেলাল তবে এইটা ভালো বুজছে ঢাকায় আর গ্রামের মতো আরাম করা যাইবোনা।
এহানে কাম না করলে কেউ খাইওাবোনা। বাচতে হইলে কিছু কইরা খাইতে হইবো। বাড়ির কথা আর বাসের কথা মনে কইরা হেলালের মাথা গরম হইয়া গেলো। এই অপমান হেলাল জীবনেও ভুলবোনা। যেদিন অনেক টাকা হইবো ঐদিন বাড়িতে যাইবো এছাড়া আর জিবনেও বাড়িমুখি হইবোনা।
-ওহ হেলাল ভাই কি চিন্তা করো। মন খারাপ নাকি বৌ বাচ্চার কথা মনে পড়ছে। চিন্তা কইরো না কামের মধ্যে ঢুকলে কারো কথা মনে থাকবো না।
নারে ভাই বিয়া এখনো করি নাই চিন্তা কার লইগা করুম। এহানে বৌ এর কথা কউন যাইবোনা।
-তাইলেতো ভাই তুমি অনেক সুখী মানুষ। কেউ নাই আশেপাশে। আমার কথা কইয়োনা দুইটা মাইয়া দুইটাই আবার স্কুলে যায় মা বাবা দুইজনেই বাইচ্চা আছে। একদিন না কাম করতে পারলে না খাইয়া মরবো।
জমিরের কথা হেলালের কান দিয়া ঢুকতাছেনা।
পাশে কারা জানি লুডু খেলতাছে অনেক লোক ভিড় কইরা খেলা দেখতাছে হেলালের সব মনোযোগ ঐ খেলাতে।
-ওইদিকে মনোযোগ দিয়োনা ভাই, যা কামাবা সব শেষ ওরা জুয়া খেলতাছে। তোমার কি এসব বাজে অভ্যাস আছে নাকি থাকলে বাদ দিয়া দাও।
ছিঃ ছিঃ কি যে কন ভাই আমার এসব অভ্যাস নাই। বংশীয় পোলা আমি ।
একসময় সব আছিলো নদীতে সব কিছু নিয়া গেছে। এসব বাজে কামের অভ্যাস নাই।
-না থাকাই ভালো। কত ভালো ভালো পোলারে দেখলাম নষ্ট হইয়া যাইতে এই জুয়া খেইল্লা। যা কামায় সব শেষ।
বাড়িতে কিছু পাঠায়না। ঈদ কোরবানিতেও বাড়ি যায়না। কি কপাল।
(চলবে) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।