মন আমার ডাইনে বায়ে লাফ দেয়, কখনোই রাস্তা মত যায় না। ধর্ম কর্ম আমারে মানায় না, তাই আমার বাপও আমারে ভালা পায় না। তয় আমি বড়ই খাইতে ভালোবাসি, কারন মৌসুমী ফলেই আছে জগতের সুখ!
স্নেহের বশীর,
প্রথমে আমার সালাম নাও। আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি।
গত ২৭ দিন ধরিয়া তোমার কোনো পত্র পাইনা। বুঝিতেছি তোমার লেখা পড়ার প্রচুর চাপ বাড়িয়াছে। কিছুদিন আগে তোমার বাল্যবন্ধু শাহরুখ আসিয়াছিলো। তোমার এই বন্ধুটির কাছে যাহা শুনিলাম তাহা মোটেই আশা ব্যান্জ্ঞক নয়। তুমি নাকি ৫ দিন পর পর গোসল কর? আমার ভয় হইতেছে তুমি তোমার বদ অভ্যাস খানা এখনও চালাইয়া যাইতাছো।
ইহা কোনো শুভ লক্ষণ নহে। তুমি চাকরির কথা বলিয়া ভার্সিটিতে ভর্তি হইলে, এখন যদি তুমি তোমার আগেকার বদ মতলবে চলিতে থাকো, ইহা নেহায়তই আমাদের জন্য হতাশা ব্যান্জ্ঞক ব্যাপার হইবেক। আমি আগামী শুক্রবার তোমার ঐ খানে আসিতেছি।
পত্র সহিত মানি অর্ডার বুঝিয়া পাইয়া আমাকে জানাও!
ভালো থাকো
ইতি
তোমার পিতা
________________________________________
আমার মাথা ৬৯ হইয়া ঘুরতাছে। শাহরুখের রুমে গিয়া ওর লুঙ্গী খুইলা মুখে গুইজা আসলাম।
এখন কি করি?মাথা কাজ করিতেছে না বইলা ব্লগে বসলাম। বইসা দেখি আমি কমেন্ট করতে পারতাছি। কিন্তু আমার বাপ জানকে কিভাবে সামলাই?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।