আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকাতে মাঠের সংকট, ক্রিকেটের নব্য সংস্করণ।



ঢাকাতে যেখানে বাড়ি করার জন্য একটুকরো জমি নেই সেখানে খেলার মাঠের কথা চিন্তা করা তো আকাশ কুসুম কল্পনা। ছেলেদের খেলার কোন মাঠ নেই। মেয়েদের কথা কি আর বলবো! কোন কোন এলাকাতে থাকলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কিন্তু মাঠের অভাবে তো আর ক্রিকেট খেলা ছেড়ে দেয়া যায় না। তাই ছেলেরা অলিতে গলিতে কিংবা যেখানে ছোট্ট একটু জায়গা পাচ্ছে সেখানে খেলছে তাদের জনপ্রিয় খেলা ক্রিকেট।

কিন্তু প্রয়োজন নির্দিষ্ট আকারে মাঠ। যেহেতু ঐ আকারের মাঠ নেই তাই খেলার ধরনে আসছে পরিবর্তন। আকারে ছোট পিচের ক্রিকেটে বর্তমানে সবচেয়ে প্রচলিত নিয়ম হচ্ছে বল যদি গড়িয়ে সীমানা অতিক্রম করে তাহলে চার আর যদি উড়ে সীমানাতে স্পর্শ করে তাহলে আউট। কোন সিঙ্গেল রান নেওয়ার যেহেতু সুযোগ নেই তাই রান আউটও নেই। বোল্ড, ক্যাচ, লেগ বিফোর উইকেট আউট যথারীতি বহাল থাকছে।

সবচেয়ে বড় ব্যাপার বেশির ভাগ জায়গাতে চাকিং স্টাইলে বল করা হচ্ছে। কোন কোন জায়গাতে নো বল কিংবা ওয়াইড বলে কোন রান নেই আর নেই বাই রান। যে দল যত বেশি চার মারবে সে দল বিজয়ী। এই ফরম্যাটে বড় বড় ট্যুরনামেন্ট পর্যন্ত হচ্ছে। এভাবে ক্রিকেট খেললে ভবিষ্যতে ক্রিকেটের এবং খেলোয়াড়দের যে কি হবে কে জানে?


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.