অনুভূতি আজ লোভ পেয়েছে
ঘুন পোকা বাসা বেঁধেছে তার গহ্বরে
বিশ্বাস ভেঙ্গেছে বারবার
ভগ্ন হৃদয়ের আয়নায়-
তাকে আর আমার জানা হবে না
সে এখন আমার থেকে অনেক দুরে
দুর নক্ষত্রের মাঠ পেড়িয়ে গগন মাঝে।
তার কল্পনা করা পাপ
তাকে চাওয়া অন্যায়।
তার নি:শ্বাসের প্রতিটি শব্দ এখনও আমার কানে বাজে
তার আনত নয়নের সকরুন চাহনী
এখনও আমার রক্ত কনিকায় হিম হয়ে লেপ্টে আছে
প্রবাহিত রক্তের ধারা এখন আর উষ্ণ হয় না।
ঝড়ো বাতাসে হৃদয়ে কাঁপন তুলে না
হৃদয় নিকুঞ্জ এলোমেলো হয় না প্রচন্ড তান্ডবে।
ঝড়ের পূর্বাভাস ঠিকই অনুভব করি
ক্ষতির আশঙ্খায় আগলে রাখি না কোন কিছু
যা হারাবার তা হারিয়েছি
অনেক কাছে পেয়েও তাকে ছুতে পারিনি
বিশ্বাসের বস্তু হয়ে শ্রদ্ধায় রয়ে গেছি
আজ আর বিশ্বাস হারাতে চাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।