হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ করে বাসায় এনেছিলেন মাকে। কিন্তু সে রাতেই ঘটে গেল জীবনের সবচেয়ে বড় অঘটন। হঠাৎ করেই চলে গেলেন মা। রকিবুল হাসান কিংকর্তব্যবিমূঢ়। জামালপুরের বাড়িতে কাল মায়ের আত্মার শান্তির জন্য মিলাদ পড়িয়েছেন।
টেলিফোনেও রকিবুল বারবার বলছিলেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন। ’
বেঁচে থাকলে উল্টো মা-ই হয়তো এখন দোয়া করতেন রকিবুলকে। কাল বাদে পরশু ইংল্যান্ডের বিমানে উঠবেন। ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড যাওয়াটা খুব বড় কিছু না হলেও রকিবুল এমন একটা সুযোগের অপেক্ষায়ই তো ছিলেন!
রকিবুল শুধু নন, ইমরুল কায়েস আর ফরহাদ রেজার জন্যও এই ইংল্যান্ড সফর হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার সুযোগ। জাতীয় দলে একটা সময় তিনজনই ছিলেন নিয়মিত।
কিন্তু এঁরা কেউই আর ২০১১ সালের পর বাংলাদেশ দলের হয়ে খেলেননি। ‘এ’ দলের সফরের পর পরই জাতীয় দল হোম সিরিজ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডে ভালো খেলা মানেই আবারও জাতীয় দলের কড়া নাড়া।
রকিবুল অবশ্য ব্যাপারটাকে সেভাবে দেখছেন না, ‘আমি আপাতত শুধু ইংল্যান্ডে ভালো খেলার চিন্তাই করছি। ভালো খেলার পর কী হবে সেটা নিয়ে ভাবছি না।
’ ২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় নিজের সর্বশেষ টেস্টটা খেলেছিলেন। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ওই বছরেরই এপ্রিলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার সুযোগটাকে রকিবুল হাতে তুলতে চান নিজের ব্যাটের সামর্থ্যেই, ‘ভালো খেললে সুযোগ এমনিতেই আসবে। দলে জায়গা পাকা করতে ভালো খেলার বিকল্পও নেই। আমি চেষ্টার ত্রুটি করব না।
বাকিটা আল্লাহর ইচ্ছা। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।