Myths, Mysteries and Superstitions... With some Memories and some Melodies ---Describe me the best. একটু আগে টিভিতে দেখলাম প্রজন্ম চত্তর নাকি আগামীকালের হরতালের বিপক্ষে কোন কর্মসূচী দিবেনা বলে ঘোষনা দিসে। এটা নাকি শুধু জামাতের বিরুদ্ধে , যেহেতূ বিএনপির এইক্ষেত্রে কোন ভূমিকা না তাই তেমন কোন বিশেষ কর্মসূচি নাই। হঠাৎ ঘটনা কি হইল বুঝলাম না........! ভাই কি যে হইতেসে আল্লাহই জানেন। এদিকে দেশের গন্ডী পার হয়ে জাতী তো এখন দেখছি আন্তর্জাতিক ভাবে বিভক্তির পথে । একদল মহান শান্তিকামী শাহবাগীদের পক্ষে, আরেকদল কুৎসা রটনাকারী 'আলজাজীরা টিভি'র পক্ষে...... :O !! খুব একটা দেরী নাই যে আমাদ্দের মহান শাহবাগই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘোষনা মঞ্ছ। আল্লাহরে কই আসলাম..... :/ এর চেয়ে তো দেখছি চান্দে যাওয়াও ভালো ছিল.... কারন চাদের হাওয়া খুবই সাস্থ্যকর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।