আমাদের কথা খুঁজে নিন

   

দেখবি সোনা ভুতের আলো

চারপাশে আত্মমুগ্ধ আদিমতাবোধ, আর গ্রন্থিবদ্ধ চিন্তা; সেখান থেকে মুক্তির পথ খুঁজি...

[টাইগারদের এবং যারা কল্পিত ভুত দেখে ভয় পায় তাদের উদ্দেশ্যে] ভুতের আলো ঐ দেখা যায় বিলের মাঝে দ্যখ্ না সোনা, দ্যখ্ না সোনা--ঐ রে! ঐ তাল গাছ মাতিয়ে তোলে হঠাৎ করেই, এক পা রাখে গাছের উপর এক পা রাখে জলের ভেতর। আলো দিয়ে মাছ খুঁটে খায় দেখবি সোনা, কেমন করে--------দ্যখ্ রে। পানির ভেতর স্রোতের ভেতর বট গাছটির খোলের ভেতর; ভুত যে থাকে এত্তো বড়, ভুতের মাসি চুল গুলো তার মাইল খানেক আয় না সোনা দেখবি যদি--------আয় রে। রাতের বেলা ভুতের সভা বসে কেন? ভুত গুলো সব সুয্য-আলোয় অন্ধ থাকে দেখতে নারি ভয় পাদুরি দিনের আলোয় আসবি সোনা ধরবি সোনা--------ধর রে। ভয় দেখে সব চমকে পালায় মানুষ গুলো কত্তো বোকা তারা সবাই দেখো দেখি, ভুত গুলো তো নিজেই ভীতু মানুষ দেখে ভয় দ্যখাবি অনেক জোড়ে-------হুর-রে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।