আমাদের কথা খুঁজে নিন

   

কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। কেন আমি এমন হলাম জানতে যদি চাস তোরা, জয়ের নেশায় জীবন মিছিল এইদিকে আজ ঘুরা।

বলব তোদের জীবনে আমার ফতুর হওয়ার কারণ, তাড়সাক্ত এ মন আমার মানে কোন বারণ। যাচ্ছেতাই করে বেড়াই নিঃস্ব জীবন তাই, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়। কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। মন জমিনে দিয়েছি কবর মনের বাসিন্দা, যে মোর মনে অষ্টপ্রহর বাজাত সারিন্দা। চেয়েও আমি পাইনি যারে পর করেছি তারে, অতীত স্মৃতি প্রীতি এখন কাঁদায় বারে বারে।

ছলনার পাল তুলব না আর মনের আপন নায়, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়। কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। তোদের পেলে আপন মনে কইব মনের কথা, দেয়া নেয়ার মাঝে আর রইবে নাকো ব্যথা। তোদের পেলে আবারো আমি গাইব সুখের গান, দুঃখের তরী ডুবিয়ে দিয়ে ডাকব সুখের বাণ। মনের রবী বিফলে আজ অস্ত যেতে চায়, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়।

কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। কোন ভাবনা এখন আমার মনকে করে আধার, কোন স্মৃতিটা বলে আবার প্রেমেরি ঘর বাধার। কোন কথাটা মনের কানে অষ্টপ্রহর শুনি, কোন স্বপ্ন কবর দি্যে নব স্বপ্ন বুনি। আরো আছে বলতে নারি বুক যে ফেঁটে যায়, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়। কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়।

আমার নায়ে আমি এখন আছি কত একা, দখলে আছে মন এলাকা দুঃখের এ কোন রেখা। কোন মানবী পুড়িয়ে দিল আমার মনের ঘর, কোন কারণে মনের মানুষ হয়ে গেল পর। কেন আমার জীবন প্রদীপ নিভে যেতে চায়, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়। কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। কেন আমার মনাকাশে উঠে না কোন চাঁদ, তামস সদায় আমার ধরা দুঃখের এ কোন বাঁধ।

কেন আমি দিশা হারালাম মনের মাঝি হয়ে, কোন অজানায় মনের নদী যায় যে সদায় বয়ে। তোদের পেলে আবারো আমি বুনব সুখের জাল, দুঃখের তরী ডুবিয়ে দিয়ে তুলব সুখের পাল। দুঃখের স্মৃতি ভুলেই যাব তোদের যদি পাই, কে দেখবি আয় তোরা কে দেখবি আয়। কে দেখবি আয় তোরা কে দেখবি আয়, খোদার কসম তোদের এবার তুলব আমার নায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।