সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে
তোকে আমি অভিশাপ দিচ্ছি
যখনি তুই হাত বাড়াবি, পরম মমতায় ভালোবাসা ছুঁতে-
আমার অগ্নি নিঃশ্বাসে তোর হাত অঙ্গার হয়ে যাবে,
যখনি ওষ্ঠে খাবি চুমু-
দেখবি সেইখানে বাসা বেধেঁছে যক্ষার ভয়াবহতা,
চোখের মনিতে তোর সবসময় পরপুরুষের কাম ঘুরবে,
বুকে হাত দিয়ে তোর প্রেমিক শুধু খুঁজে পাবে পাথরের চাক,
পায়ের আঙ্গুলে ধরবে ঝিম, বিভৎস পচঁন-
কোনদিন পৌছঁবি না তুই ভালোবাসার বাড়ি।
এত কষ্ট, এত ক্লেদ, এত বিষাদ, এত খরা, এত কালোমেঘ, এত স্বপ্ন, এত দিন, এত রাত, এত কথা, এত নিরবতা, এত রক্ত, এত চোখের জল, এত হরিন, এত শেয়াল, এত বুকের লোম, এত নিল পালিস, এত ঘনঘটা, এত পথ হাটা, এত অপেক্ষা, এত দাড়িয়ে থাকা, এত শুয়ে থাকা, এত দিন গোনা, এত গান শোনা, এতটা বিরহ, এতটা বেচেঁ থাকা, এতটা মরে যাওয়া-
সব কিছুকে মিথ্যে করে দিয়ে
তুই কোন দিন জিততে পারবি না হে,
একদিন দেখবি জিততে জিততে হেরে গেছিস।
সেদিন আমি তোর আঙ্গিনায় এসে-
একবার উল্লাসে শেষ হাসি হেসে যাবো।
ততো দিন পর্যন্ত-
আমার হাসিগুলোকে যত্ন করে তুলে রাখলাম সিন্ধুকে।
সুন্দরের অভিশাপ তোর বসত ভিটায় ঘুঘু চড়িয়ে দেবে,
তোর ফসলের পাকা ধানে দেখবি হিংস্রতার মই,
গাভীর ওলান দেখবি চুষে খাচ্ছে টিকটিকির দল
ঘরের টিন ফুটো হয়ে ঝরবে শিলা বৃষ্টি
দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস,
দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস।
আমাকে মৃত্যুর কাছে হারিয়ে দিয়ে,
দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস-
জীবনের কাছে।
সেদিন আমি উল্লাসে অট্টহাসি দেবো,
যদিও আপাত কান্নার সঙ্গেই আমি সহবাস করি,
কিন্তু একদিন হাসবোই, জিতবোই-
সেদিন দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস।
আমার সকল স্বপ্নের কফিনে পেরেক ঠুকে
চিতায় তুলেছিস, আমিতো পুড়ে গেছি অনেক আগেই
পোড়াকে তো আর পোড়ানো যায় না।
যতটা চোখের জল ফেলেছি মাটিতে,
ততটা মাটি বন্ধ্যা হয়ে গেছে,
হয়তো সবুজের জন্ম হবে না কোন দিন।
তবু জানি, একদিন সবুজ হাসবেই
উদগিরিত হবে হৃদপিন্ডের মৃত্তিকা ভেদ করে।
প্রথম বৃষ্টিতে ভিজতে ভিজতে
আমি তোকে অভিশাপ দিচ্ছি
দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস।
দেখবি তুই জিততে জিততে হেরে গেছিস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।