আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নাফিসের রায় ৯ অগাস্ট

বৃহস্পতিবার নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে নাফিসের আইনজীবী হেইডি সিজার ও যুক্তরাষ্ট্র সরকারের প্রসিকিউটর রিচার্ড টাকারের উপস্থিতিতে বিচারক ক্যারল অ্যামন এই দিন ঠিক করে দেন।
এই আদালতের মুখপাত্র রবার্ট নারডোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার আসামি কাজী নাফিসও এ সময় এজলাসে হাজির ছিলেন।
নাফিস গত ৭ ফেব্রুয়ারি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। তিনি বলেন, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ভিত তিনি তছনছ করে দিতে চেয়েছিলেন। আর এ লক্ষ্যেই তিনি বিস্ফোরকভর্তি ভ্যানের সাহায্যে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার পরিকল্পনা করেন।
নাফিস সেদিন আদালতে বলেন, শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই তিনি ওসামা বিন লাদেনের অনুসারী হন এবং সন্ত্রাসী হামলার সিদ্ধান্ত নেন। কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন যে, জিহাদের নামে মানুষ হত্যা করা উচিত নয়।
ওইদিন বিচারক নাফিসের মামলার রায়ের জন্য ৩০ মে দিন রাখলেও বৃহস্পতিবার তার পিছিয়ে দেন বিচারক।
অপরাধ স্বীকার করায় ২১ বছর বয়সী এই বাংলাদেশি যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.