আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)
জীবনের প্রথম এবং শেষ প্র্যাকটিকাল খাতা করেছিলাম ২০০৭ এ তাও মনে অন্য কেউ করে দিয়েছিল। ২০১১ তে এসে ৭/৮টা প্র্যাকটিকাল খাতা করতে হবে শুনে ভয়ে জমে গিয়েছিলাম।
জমে গেলেও মাফ নেই তাই মনে সাহস নিয়ে শুরু করলাম প্রস্তুতি। আল্লাহর কাছে শুকরিয়া যে দুইটা খাতা লেখার জন্যে বান্ধবী তার বাসায় পাঠিয়ে দিয়েছে সাথে আমার দুইটা। খাতা দিলেও কাজগুলোত আমাদেরই করতে হবে তাই রিলেটেড আর্টের প্র্যাকটিকালের জন্যে সব কিছু কেনা শুরু করে দিলাম। কিছু কেনা বাকী থাকলেও আজকে ফতুয়ার সব মেট্রিয়াল কিনে আনলাম। ফেব্রিক রং দিয়ে ডিজাইন করতে হবে ফতুয়া।
সেই লক্ষে বসে গেলাম। কাজ শেষে নিজেই মুগ্ধ হয়ে গেলাম নিজের কাজে(যদিও আসলে হয়ত ভাল হয়নি)। চেয়েছিলাম অন্য সবগুলো করে তার পরে পোষ্ট দিবো কিন্তু আপনাদের দেখানোর লোভ সামলাতে পারছিলাম না।
অন্যগুলো পরে একদিন শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। এখন শুধু ফতুয়াটাই দিলাম।
১। প্রথমে ডিজাইন এঁকে নিলাম পেন্সিলে
২। ভেবেছিলাম এতটুকুই করবো
৩। সকালে বাইরে গেলে এক মহিলার পরনে এক জামা দেখে তার থেকে একটু ধারনা নিয়ে আরেকটু কাজ করলাম
৪। পুরো পুরি করার পরে
অভিজ্ঞরা একটু বইলেন আসলেই নাম্বার-টাম্বার পাবো কিনা...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।