আমাদের কথা খুঁজে নিন

   

আস্তিক / নাস্তিক ফতুয়া এবং সমাধান ইসলামের উজ্জ্বল দিক নির্দেশন ।

আস্তিক নাস্তিক মতভেদে ফতুয়া [ আল্লাহর আইন ] জারী ****************************************** আস্তিক অর্থ যে আল্লাহ্‌তে বিশ্বাসী নাস্তিক অর্থ যে আল্লাহ্‌তে বিশ্বাসী নয় । কোরআনের আয়াত ; আলিফ লাম মিম , যালিকাল কিতাবু লা আরয়াইবাফি হুদাল্লিল মুত্তাকিন , ইউখমিনুনা বিল গাইব । আলিফ লাম মিম / অর্থ এই কিতাব [কোরআন শরিফ ] এমন যাহার মধ্য কোন সন্দেহ নাই । ইহা খোদা ভিরুদের [ মুমিন মুসলমানদের ] জন্য পথ প্রদর্শক ; এবং তারা যেন [ মুমিনগণ } আমার সৃষ্টি সমুদয়ের উপর বিশ্বাস স্থাপন করে । সুরা বাকারা ১/২ আয়াত ।

যে আল্লাহকে মানেনা তার কোন ধর্ম নাই , আর যার ধর্ম নাই তার খোদা শয়তান / আল্লাহ্‌র সাথে অন্য কারও তুলনা করা শিরক বা কুফুরি । যে আল্লাহ্‌কে মানেনা সেও শিরকি বা কাফের মুরতাদ । যারা মুসলমান তাদের কে নবী পাক সা সাবধান করেন । *********************** খবরদার কাফের /মুশ্রেক / শিরক কারি অগ্নিপুজক দের কাছ থেকে দূরে থাক এবং তাদের সাথে কোন সামাজিক সম্পর্ক , লেনদেন , কাজ কারবার , প্রভৃতির মাধ্যমে তাদের সাথে আপোষ করনা , নিশ্চয় তারা শয়তানের অন্তর্ভুক্ত / যতক্ষন পর্যন্ত না তারা তওবা করে । হাদিস , বায়হকি ও মেশকাত শরীফ ।

দুনিয়া ক্ষনস্থায়ি আর আখেরাত চিরস্থায়ি , এ সম্পর্কে নবীজী পাক সা বলেন দুনিয়ার ৫০ হাজার বছর আখেরাতের মুহূর্ত পরিমাণ সময় এর মত । মুলত কবর থেকে হাসর পর্যন্ত ১৯ টি ঘাটি বা স্টেশন / একটি থেকে আরেকটির দূরত্ব ৫০০ বছর । এই সব বাধা অতিক্রম করবে যারা মুমিন বা আল্লাহতে বিশ্বাসী গন আর অবিশ্বাসীদের জন্য রয়েছে ভয়াবহ আযাব । আযাবের নমুনা সামান্য , *********** দুযখিদের আগুনের শৃঙ্খলে গ্রাস করবে । অগ্নিদহনে মোমের মত বার বার গলবে পুনঃ পুনঃ দেহ গঠনের মাধ্যমে শাস্তি চলবে ধংশ হবেনা , তার খাবার হবে যাক্কুম নামক কাঁটা যুক্ত ফল , গলা দিয়ে যাবেনা তবুও ক্ষিদের জ্বালায় ভক্ষন করলে মাংস খুবলে পেটে যাবে আর পানীয় হবে রক্ত পুজ মিশ্রিত দুর্গন্ধ ।

পক্ষান্তরে যারা বেহেস্তি ************* তাদের জন্য থাকবে বেহেস্তের সুমিষ্ট সুপেয় শরবত । বেহেস্তের বালাখানা রাজসিক প্রাসাদ , হুর গিলমান বা বেহেস্তি সেবক । বেহেস্তি নারিদের শরীরে ৭০ গজ কাপড় প্যাঁচানো থাকবে , তবুও সূর্যের ন্যায় তাদের অবয়ব দূর থেকে আকৃষ্ট করবে । নবীজী বলেন বেহেস্তের বিশালতা এমন যে বান্ধার দুচোখ যে পর্যন্ত বিসৃত হবে সে পর্যন্তই তার । আর যা চাইবে তাই হুকুলের সাথে সাথে ফলে যাবে এবং ঘুম , পশ্রাব মলত্যগ কিছুই থাকবেনা যত ইচ্ছা তত খেলেও ।

মুলত আল্লাহু এবং রাছুল হযরত মোহাম্মদ মস্তুফা সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লামের রাজি খুশিই মিলবে এমন মহৎ পুরস্কার । মাছলা বা সমস্যা সমাধান ****************** কিয়ামত অবধি মানবের মুক্তির লক্ষ্য মোহাম্মদ সা এর বানী জীবন্ত আসহাব গনের প্রশ্ন নবীজীর উত্তর মদিনায় মসজিদে নব্বিতে এক সাহাবা প্রশ্ন রাখলেন ইয়া রাছুলুল্লাহ সা কিয়ামত কবে হবে নবীজীর জবাব মাগরেবের সময় দিনটি হবে শুক্রবার । সময়ের ব্যবধান সূর্য দেখিয়ে বললেন এখন সূর্যাস্ত / পূর্ব অতিক্রম করে যেটুকু ডুববার বাকি সেসময়ের চাইতেও কম । হাদিস আখেরি যামানায় ফেত্না ফ্যাসাদ আক্রান্ত হয়ে আমার ছুন্নত দাফন হতে থাকবে সেই সময় যারা আমার একটি মাত্র ছুন্নত কে জিন্দা করবে তার আমল নামায় একশত গলা কাঁটা শহীদের ছওয়াব দেয়া হবে । তিরমিজি ও মেশ কাত শরীফ নামায আল্লাহর হুকুম ফরজ ।

কিন্তু ওয়াক্ত মত আদায় করা ছুন্নত । সৎ কাজে আদেশ অসৎ কাজে বাধা দেওয়া ছুন্নত । শিক্ষা বা জ্ঞান অর্জন ফরজ কিন্তু শিক্ষা বা জ্ঞান দান করা ছুন্নত । নিথ্যা যুলুম অন্যায় থেকে নিজে বাচা ফরয এবং অন্যকে প্রভাবিত করা ছুন্নত । সামাজিক সুসম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ভাল পরিবেশে বাস করা ছুন্নত ।

মহান সাহাবীদের উক্তি । আমরা নিজেরা তা অনুসরন করি এবং অন্যকেও প্রভাবিত করি আল্লাহ আমাদের হেদায়েত ও ক্ষমা দিন আমিন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.