দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আজ সকালে মেইল খুলে এই লিংন্কটা পেলাম। কানাডার রাজধানী অটোয়ায় আন্তর্যাতিক উন্নয়ন গবেষনা কেন্দ্রে গতকাল বিকেলে ড. ইউনুস বক্তৃতা করেন। অটোয়ার কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে ১ সেপ্টেম্বর তাকে অনারারী ডক্টর অব ল ডিগ্রি প্রদান করে। পরদিন অর্থাৎ গত কাল বিকেল চারটায় স্থানীয় আই ডি আর সি'র আয়োজনে তিনি মাইক্রো ক্রেডিট ও তার সোশাল বিজনেস নিয়ে বক্তৃতা করেন এবং উপস্থিত শ্রোতা দর্শকের প্রশ্ন'র উত্তর দেন।
অনুষ্ঠানটি লাইভ ওয়েবকাস্ট করা হয় যা এখনো আই ডি আর সি'র ওয়েব সাইটে দেখা যাবে।
প্রফেসর ইউনুস একজন অসম্ভব ভালো বক্তা। আমি সুযোগ পেলে আগ্রহ নিয়ে তার কথাবার্তা শুনি, পড়ি। কি লাভ হয় জানি না, তবে এই লোকটির স্বপ্ন দেখাবার দূর্দান্ত ক্ষমতাকে আমি এপ্রিশিয়েট না করে পারি না। যখন দেখি ফতুয়া পরা লোকটি পৃথিবীর যেখানেই যান কথা বলেন সেখানেই তার সাথে তার কথার আগে পরে বাংলাদেশের নামটি উচ্চারিত হয় সম্মানের সাথে সমিহের সাথে তখন ভাল লাগে।
কানাডার রাজধানী অটোয়ায় আন্তর্যাতিক উন্নয়ন গবেষনা কেন্দ্রে গতকাল ২ সেপ্টেম্বর প্রফেসর মুহাম্মদ ইউনুস এর বক্তৃতা ও প্রশ্ন উত্তর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।