আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুকে ভিডিও কলিং সুবিধা!



ফেইসবুকে চালু হচ্ছে ভিডিও কলিং সুবিধা। নতুন এ সুবিধা চালুর লক্ষ্যে ইতিমধ্যে ভিডিও কলিং সুবিধা প্রদানকারী স্কাইপ টেকনোলজির সঙ্গে আলোচনাও শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ সেবা চালু হলে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ৫০ কোটি ফেইসবুক ব্যবহারকারী বিনা মূল্যে তাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিও কল করার সুযোগ পাবেন। তবে গত বছরের শেষ নাগাদ ফেইসবুকে ভিডিও কলিং সুবিধা চালুর পরিকল্পনা করা হলেও তা আর শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি ফেইসবুক। ধারণা করা হচ্ছে, জিমেইলে আইফোন ব্যবহারকারীদের জন্য ওয়েব কলিং সুবিধা চালুর পরিপ্রেক্ষিতেই ভিডিও কলিং সুবিধা চালু করতে নতুন করে আগ্রহী হয়েছে ফেইসবুক। আর এ ক্ষেত্রে ফেইসবুক বেছে নিয়েছে স্কাইপের মতো প্রতিষ্ঠান, যেটি সারা বিশ্বের ৪১ শতাংশ ইন্টারনেটভিত্তিক ওয়েব কল পরিচালনা করে। এ বিষয়ে ফেইসবুক জানিয়েছে, 'ইতিপূর্বে আমরা স্কাইপের সহযোগিতায় ফেইসবুক ব্যবহারকারীদের ভয়েসকল এবং এসএমএস পাঠানোর সুবিধা চালু করেছি। ফেইসবুক ব্যবহারকারীদের আরো সুবিধা দিতে আমরা কাজ করছি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করার সময় হয়নি।' - টেকপ্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।