আমাদের কথা খুঁজে নিন

   

পাকি ক্যাপ্টেন ও আবারো বীরঙ্গনা



মুন্সী সাব, আপকি পোতী বহুতই খুবসুরাত! হি, হি, হি, কী যে বলেন স্যার বাত! মুঝে জেয়াদা পসান্দ বাঙ্গালী খানা। শামকো মেরে ক্যাম্পমে ভেজা দেনা। সখিন স্কুলে সেভেনমে পড়তা হ্যায় স্যার, রান্না বান্না জানে না স্যার। ইস্কুল মে পড়না আচ্ছা কাম, হাম নান্না কা বাত নাই বোলা, ও' কাম মেরা বাটলার কার লেগা তামাম। স্যার! স্যার! আমি আপনাদের এত্তা খেদমত করতা, মাফ চাতা স্যার।

তোম কাওমকে লিয়ে কোঈ ওমদা কাম আভি তাক নেহি কিয়া। আমি স্যার, তিন তিন মুক্তিকো ধরকে দিয়া, মুক্তির ঘাটিকো খবর দিয়া, হিন্দুকা গরু ছাগল আনকে দিয়া, অন্য কিছু বলেন স্যার। জান খাতরেমে ডালকে হামলোগ খেদমতকে লিয়ে আয়া তোমহারা, বুজদিল হ্যায় তোমলোগ। আমি নামাজ রোজা করতা হ্যায় স্যার, পাপ হবে স্যার। মুতা কারো, কোই গুনাহ নাই।

১৯৭১ সালে এভাবেই আমাদের অনেক মা-বোনেরা স্বীকার হয়েছেন পাকিস্তানিদের লালসার। এখানে সেই অসংখ্য ঘটনাগুলোর প্রতিকৃতি তুলে ধরা হল। আজ বিশ্ব নারী দিবসে সেইসব মা-বোনদের প্রতি রইল সমবেদনা, যারা নিজের দেশকে বাচানোর জন্য নিজেদের সম্ভ্রম বিসর্জন দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.