আমাদের কথা খুঁজে নিন

   

নন্দিনী

তোমার সুখ যেন...কোন দুঃখ র্স্পশ না করে...................

নন্দিনী কাটাতারের বেড়ায় কি কখনো আঁচর খেয়েছো; কখনো কি তোমার আঙ্গুলী রক্তাক্ত হয়েছিলো সেই আঁচরে ? সেই আঁচরে কি যন্ত্রণা ফুটেছিল তোমার মুখে; হয়তো ফুটেছিল কিংবা ফোটেনি; হয়তোবা কোনদিন ফোটবেও না; কিন্তু দেখো; আমি এমনই আঁচর প্রতিনিয়তই পেয়ে চলেছি দিনরাত্রী। আমি পাথর হয়েই কাটিয়ে দিতে পারতাম সারাটা কাল তোমার চোখের ভাষা বুঝতে গিয়েই; আমার এই আঁচর কাটা; আমার এই অশান্ত মনের তুমুল আলোড়ন। নন্দিনী তুমি একাকিত্ব বুকে নিয়েছো কখনো ? হয়তো নাওনি; কিংবা কখনো হয়তো কখনোই নিতে হবেনা তোমায়; কিন্তু দেখো ,আমি নিয়েছি বুকের এই মধ্য বনভূমিতে; যেখানে সবুজের সমারোহে জলন্ত দাবানল দিয়েছো তুমি। নন্দিনী ভালো আছো তো তুমি; ভালো না থাকলেও; আজকালের ঘুণেধরা চরাঞ্চলের প্রান্তরে নিঃস্ব মনে যদি হয় নিজেকে; তবুও ভালো যে থাকতেই হবে তোমাকে। কেননা তোমার চোখের কোলে বিষন্নতার ভাঁজ আমি দেখতে চাইনা………………………..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।