আমাদের কথা খুঁজে নিন

   

আমি নন্দিনী বলছি !!


আমি নন্দিনী বলছি আমি রবি ঠাকুরের রক্তকরবী’র নন্দিনী নই, কোনও আন্দোলনে আমি কোনোদিন নেতৃত্ব দিইনি। সারাজীবন অন্ধের মতো নিয়তিকে অনুসরণ করে গেছি। পূর্ণেন্দু পত্রীর কথোপকথন’এর নন্দিনীও নই, কোনও শুভঙ্কর আমার জন্য অপেক্ষা করে নেই, ঘুরে ফিরে কানের কাছে ভালোবাসার কথা বলে না। আমি প্রখর তেজদীপ্ত মহীয়সী দেবী দুর্গা নই; আমার রুদ্র রোষে আমি নিজে জ্বলে পুড়ে মরি, কাউকে জ্বালিয়ে পুড়িয়ে মারার ক্ষমতা আমার নেই। আমার চোখের সামনে বেহায়া অসুর ঘোরাফেরা করে আমি তার ছায়ার নাগালও পাই না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।