আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ নন্দিনী



লিখেছেনঃ রাসেল দাশ

ঘুম ভেঙ্গে দেখি
তুমি আছো দাড়িয়ে
চারিদিক অন্ধকার
নির্জীব নগরী
আলোকিত করে আছো আপন দ্যুতি ছড়ায়ে ।

কিছুদিন পর...

যতদূর মনে পড়ে
দিনটি ছিল শুক্রবার
কাঠ ফাটা রোদ্দুর
হাঁটছিলাম শাহবাগের রাস্তা ধরে
তৃষ্ণায় প্রাণ যায়...........
আর তখনি তুমি উদয় হলে
হিমুর সেই গল্পের জলছত্র কন্যার মতো ,
পরনে ছিলো তোমার
নীল শাড়ি সাদা পাড় ।

আরো কিছুদিন পর...

জীবনটা চলছিলো আগের মতোই
সকালে পরাশুনা, বিকেলে ঘোরাফেরা
আর
রাতে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা
তবুও যেন কিছু একটার অপূর্ণতা
বুঝতে পারছিলাম না কেন আমার জীবনটা শূন্য ,

*********

তারপর তোমার সাথে একদিন রাস্তায় দেখা
অতঃপর পরিচয়, বন্ধুত্ব
হয়তো বা বন্ধুর চেয়েও অনেকখানি বেশি
বুঝতে পারলাম
এতোদিন যে হৃদয়ের অপূর্ণতা
তা হলো আজ পূর্ণ...।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।